কবির স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট

সেমিফাইনালে স্টেডিয়াম পাড়া ফুটবল একাদশ

Stadium Para Football Picপ্রেস বিজ্ঞপ্তি
বৃহস্পতিবার বিকেল ৪টায় কক্সবাজার সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে কক্স রিভেঞ্জ কর্তৃক আয়োজিত কবির স্মৃতি গোল্ডকাপ ফুটবল টর্ণামেন্টে খাজা মঞ্জিল ফুটবল একাদশকে টাইব্রেকারে ৫-৬ গোলে হারিয়েছে স্টেডিয়াম পাড়া ফুটবল একাদশ।
উত্তেজনাপূর্ণ ম্যাচে প্রথমার্ধে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে শূন্য গোলে খেলা শেষ হয়। দ্বিতীয়ার্ধেও দুই দলের আক্রমাত্মক ফুটবল খেলেও কোন দল নির্দিষ্ট সময়ে গোল করতে না পারলে খেলা দাড়ায় ট্রাইব্রেকারে। ট্রাইব্রেকারে খাজা মঞ্জিল ফুটবল একাদশকে কাঁদিয়ে সেমিফাইনালে উঠে যায় এবারের আসরের ফেভারিট টিম স্টেডিয়াম পাড়া ফুটবল একদাশ। সেমিফাইনালে স্টেডিয়াম পাড়ার মুখোমুখি হবে রুমালিয়ারছড়া ফুটবল একাদশ।
উক্ত খেলায় উপস্থিত ছিলেন স্টেডিয়াম পাড়া ফুটবল একাদশের উপদেষ্টা ও শ্রমিক কল্যাণ ফেডারেশন শহর সেক্রেটারী এম.ইউ বাহাদুর, কক্সবাজার জেলা ফুটবল দল কোচ খোরশেদ আলম, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মিছবাহ উদ্দিন কবির, স্টেডিয়াম পাড়া ফুটবল একাদশের উপদেষ্টা ও শ্রমিক নেতা শাহজাহান আনসারী, শ্রমিক নেতা জসিম উদ্দিন, ছাত্রনেতা বেলাল উদ্দিন, শ্রমিক নেতা মো: ফারুক, জেলা সাবেক ফুটবল খেলোয়াড় টিটু, মো: হানিফ, স্টেডিয়াম পাড়া যুব সংঘের সভাপতি এইচ.এফ. রানা হামিদ, সহ-সভাপতি মো: ফারুক, সাধারন সম্পাদক মো: কায়েস, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মো: শাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো: মনির, নূর হোসেন, সৈয়দ, ফখরুল, সিনিয়র সদস্য রুবেল চৌধুরী, রতন দে, নুরুল হক, ছৈয়দ হোসেন, শাহ আলম প্রমুখ।
উক্ত খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন স্টেডিয়াম পাড়া ফুটবল একাদশের বাবু। খেলা পরিচালনা করেন জয়নাল উদ্দিন।
স্টেডিয়াম পাড়া ফুটবল একাদশ: মাসুদ (অধিনায়ক), সৈয়দ করিম, মোবারক, বাদশাহ, মো: হানিফ, শাফায়াত হোসেন মুন্না, ফাহিম, মনির উদ্দিন (সহ-অধিনায়ক), বাবু, ফায়সাল, সুজন।


শেয়ার করুন