২৩ জন বাদ, ২৪০ জন নতুন ভোটার

সেন্টমার্টিনে ভোটার হালনাগাদের ছবি তোলা সম্পন্ন

12064248_1472457933062162_316823112_nএম, জুবাইর হোছাইন, সেন্টমার্টিন থেকে:

টেকনাফ সেন্টমার্টিনে হালনাগাদ ভোটার তালিকার ছবি তোলার কাজ সম্পন্ন হয়েছে। ১০ অক্টোবর শনিবার দুপুর সাড়ে ১২ টায় সেন্টমাটিন বিএন ইসলামিক স্কুল এন্ড কলেজে মাঠে হালনাগাদ ভোটার তালিকার অন্তর্ভুক্তি ছবি তোলার কাজ শুরু হয়ে বিকাল ৩ ঘটিকায় সম্পন্ন হয়। এতে হালনাগাদ ভোটারের অন্তর্ভুক্তি তালিকায় ২৪০ জন ভোটার ছবি তোলেন।

সরেজমিনে দেখা যায় বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নারী ও পুরূষেরা সু শৃংখলভাবে লাইনে দাড়িয়ে ছবি তোলার জন্য অপেক্ষা করেছে।

জানা যায় ২০১৫ সালে নির্বাচন কমিশন ঘোষিত হালনাগাদ ভোটার তালিকায় ৬ নং সেন্টমার্টিন ইউনিয়ন পরিযদের জন্য ২৬৩ টি ভোটার ফরম বরাদ্ব দেন টেকনাফ উপজেলা প্রশাসন। দায়িত্বপ্রাপ্ত সেন্টমাটিন বি এন ইসলামিক স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্কক সুপারভাইজারের নেতৃত্বে নিশি কান্ত বর্ম্বন, মিল্টন দত্ত বাবু তথ্য সংগ্রহ কারী বাড়িতে বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করে বেধে দেওয়া নির্ধারিত সময়ে ২৬৩ টি হালনাগাদ ভোটারের ফরম নিবন্ধন করেন। ২০ শে সেপ্টোম্বর যাচাই বাচাই করে ২৬৩টি ভোটারের মধ্য ২৪০ টি ভোটারদের ছবি তোলার অনুমোদন দেন টেকনাফ- উপজেলা প্রশাসন। কক্স বাজার জেলার আওতাধীন টেকনাফ উপজেলার অন্তর্গত ৬ নং সেন্টমাটিন ইউনিয়ন পরিযদ ১ নংওয়ার্ডে ২৪ জন, ২ নং ওয়ার্ডে ১৫ জন,৩ নং ওয়ার্ডে ১৬ জন, ৪ নং ওয়ার্ডে ৪০ জন, ৫ নং ওয়ার্ডে ১৩ জন, ৬ নং ওয়ার্ডে ৩০ জন, ৭ নং ওয়ার্ডে ১৮ জন, ৮ নং ওয়ার্ডে ৪৮ জন, ৯ নং ওয়ার্ডে ৩১ জন সর্ব মোট ২৪০ জন হালনাগাদ ভোটার অন্তর্ভুক্তি তালিকায় স্হান পেয়েছেন এবং ২৩ জন ভোটার বিভিন্ন অজুহাতে ত্রুটির কারনে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেনি।

সুপার ভাইজার মাঃ শাহজালাল সরকার জানান তথ্য সংগ্রহ কারী বাড়িতে বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করে প্রকৃত উপযুক্ত ভোটারকে যাছাই-বাছাই করে হালনাগাদ তালিকায় অন্তর্ভুক্ত করেছি।যাচাই বাচাই শেষে ২৬৩ টি ফরমে ২৪০ টি ফরমের ভোটার ছবি তোলার অনুমতি পেয়ে যান।বিভিন্ন কারনে দ্বীপে উপস্হিত না থাকায় ৫ জন ভোটার ছবিও উঠাতে সক্ষম হইনি।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিযদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রহমান জানান ২৪০ জন হালনাগাদ ভোটার ছবি তোলার অনুমতি পেয়েছেন। ত্রুটির কারনে ২৩ টি ফরম বাতিল করেন টেকনাফ উপজেলা প্রশাসন। সুষ্ঠ ভাবে ছবি তোলার কাজ সমপন্ন হয়। এ সময় উপস্হিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা নূরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভাঃ) নূরুল আবছার, সেন্টমাটিন ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুর রহমান, সেন্টমাটিন আওয়ামীলীগ সভাপতি মুজিবুর রহমান,সেন্টমার্টিন বিএনপির সাধারন সম্পাদক নূরুল আলম, ইউপি সদস্য আমির হোসেন, আব্দুর রব, আব্দুল হক, শামসুল আলম, বশর আহাম্মদ, বশির আহাম্মদ, কবির আহাম্মদ,আব্দুল আমিন, ৬ নং সেন্টমাটিন ইউনিয়নের দায়িত্বরত সুপারভাইজার মাষ্টার শাহ জালাল সরকার, তথ্য সংগ্রহকারী মিল্টন দত্ত বাবু, নিশি কান্ত বর্মন, বাংলাদেশ নৌবাহীনি, পুলিশ সহ গন্যমান্য ব্যাক্তির উপস্থিতিতে ছবি তোলার কাজ সমপন্ন করেন। তবে কাজ শেষে বিকেলে ৩ টায় জাহাজ যোগে টেকনাফের উদ্যেশ্যে সেন্টমার্টিন ত্যাগ করেন।


শেয়ার করুন