সেন্টমার্টিনে বন্যার্থদের মাঝে ইসলামী ব্যাংকের ত্রাণ ও নগদ অর্থ বিতরণ

Teknaf Islami Bank Pic 10-07-15বার্তা পরিবেশক:
কক্সবাজারে ভয়াবহ বন্যায় প্রায় সবকটি উপজেলার লোকজনই ক্ষতিগ্রস্থ। সরকারী তরফ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান বিতরন করলেও তা প্রয়োজনের তুলনায় অতি নগন্য। এখনো সর্বত্র চলছে বন্যাদূর্গত মানুষের হাহাকার। এমনি সময়ে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষদের কল্যানে এগিয়ে এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ টেকনাফ শাখা। সেন্টমার্টিন বাজারে বন্যাদূর্গত দেড় শতাধিক নিঃস্ব পরিবারে তুলে দেওয়া হয়েছে ত্রান সামগ্রী। এ উপলক্ষে শুক্রবার সকালে সেন্টমার্টিনে ইসলামী ব্যাংক টেকনাফ শাখার আইবিএপ পরিদর্শক মোকতার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইসলামী ব্যাংক টেকনাফ শাখার ব্যবস্থাপক মো: শাহজাহান মনির। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক সেন্টমার্টিন সার্ভিস সেন্টারের সাবেক প্রশাসনিক কর্মকর্তা, সেন্টমার্টিনের কৃতি সন্তান ও কক্সবাজার আলো ডটকম এর সম্পাদক মো: ছিদ্দিকুর রহমান, সেন্টমার্টিন ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুর রহমান, ডা: রহিম আলী ও মাষ্টার মাহবুব উল্লাহসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তব্যকালে মো: শাহজাহান মনির বলেন, এবারের বন্যায় টেকনাফের সেন্টমার্টিনে ব্যাপক ক্ষতি হয়েছে। এমন সময়ে ইসলামী ব্যাংক বানভাসী মানুষদের জন্য যে ত্রানের ব্যবস্থা করেছে তা অবশ্যই প্রশংসার দাবীদার। তিনি আরো বলেন, প্রতি বৎসরই বন্যায় কিছু না কিছু এলাকার মানুষ ক্ষতিগ্রস্থ হয়। কিন্তু এবারের বন্যা ও টর্নোডোর কারনে ক্ষতিগ্রস্থ হয়েছে বেশির ভাগ মানুষ। ইসলামী ব্যাংকের মত অন্যদেরও বানভাসী মানুষদের কল্যানে কাজ করা দরকার। কক্সবাজার আলো ডটকম এর সম্পাদক মো: ছিদ্দিকুর রহমান বলেন, এমন সময়ে ইসলামী ব্যাংক আমার এলাকার খেটে খাওয়া, বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষদের হাতে যে ত্রান সামগ্রী তুলে দিলেন এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। ইসলামী ব্যাংক প্রতিষ্টা হওয়ার পর থেকেই ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি মানব সেবা করে থাকে। ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এলাকার হতদরিদ্র জনগোষ্টিকে স্বাবলম্বি করে গড়ে তোলার জন্য দীর্ঘদিন থেকেই কাজ করে যাচ্ছে। এমনকি দেশের যে কোন সময়ে প্রাকৃতিক দূর্যোগময় মুর্হুতে ক্ষতিগ্রস্ত মানুষদেরকে সহানুভূতির হাত বাড়িয়ে দিয়ে থাকে। আজকেও তারই অংশ হিসেবে সেন্টমার্টিনের উপর দিয়ে বয়ে যাওয়া সাম্প্রতিক বন্যা ও টর্নোডোর ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান সামগ্রী ও নগদ অর্থ নিয়ে ছুটে এসেছে। প্রধান অতিথি আরো বলেন, প্রথমদিনে দেড় শতাধিক বন্যা দূর্গত পরিবারকে ত্রান সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য বন্যাদূর্গত এলাকাগুলোতে ত্রান সামগ্রী বিতরণ করা হবে।


শেয়ার করুন