সেন্টমার্টিনে জালে আটকা পড়েছে বিশাল হাঙ্গর

teknaf pic 25-1-15 (hangor)

আমান উল্লাহ আমান, টেকনাফ:
টেকনাফ সেন্টমার্টিনে জেলেদের জালে আটকা পড়েছে ৭ মন ওজনের হাঙ্গর মাছ। শনিবার বিকালের দিকে এই হাঙ্গর মাছটি সেন্টমার্টিন দ্বীপের চরে উঠানো হয়। ওই মাছটি আগের দিন দিবাগত রাত ৩ টায় আটকা পড়ে স্থানীয় ফিশিং বোটের মালিক কামাল কোম্পানীর বোটের জালে।
কামাল কোম্পানীর জানান, জেলেরা মাছ ধরার সময় শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে হাঙ্গর মাছটি জালে আটকা পড়ে। এটি অনেক বড় হওয়ায় বোটে উঠানো যায়নি। পরে দড়ি দিয়ে টেনে তীরে উঠানো হয়। মাছটির ওজন ৭ মন। মাছটি মন প্রতি ৮ হাজার টাকা করে বিক্রি করা হয় টেকনাফের হাঙর ব্যবসায়ীদের কাছে।
সেন্টমার্টিনদ্বীপের বাসিন্দা নুর মোহাম্মদ জানান, সেন্টমার্টিনে জেলেদের বোটের জালে প্রায়ই হাঙ্গর মাছ ধরা পড়ে। তবে এত বড় হাঙ্গর মাছ কখনও ধরা পড়তে দেখেননি।


শেয়ার করুন