সিলেট ভূমিকম্পে ৫ বার কাঁপল 

সিটিএন ডেস্কঃ 

সিলেটে আজ দফায় দফায় ভূকম্পন অনুভূত হয়েছে। শনিবার (২৯ মে) সকাল ১০টা ৩৬ মিনিটে থেকে বেলা ২টা পর্যন্ত পাঁচবার ভূকম্পন অনুভূত হয়েছে।এতে করে সিলেটের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন।

ঢাকা আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুমিনুল ইসলাম বলেন, আমরা সিলেট স্টেশন থেকে ভূমিকম্পের বিষয়টি অবহিত হয়েছি। ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেট। এখানে রিখটার স্কেলে কম্পনের সর্বোচ্চ মাত্রা ছিল ৪ দশমিক ১।

তিনি আরও বলেন, প্রথমে ১০টা ৩৬ মিনিটে ৩ মাত্রার, ১০টা ৫১ মিনিটে ৪ দশমিক ১ এবং ১১টা ২৯ মিনিটে ২ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে সিলেটে। এছাড়া দুপুর ২টায় চতুর্থ দফায় আবারও ভূমিকম্প অনুভূতি হয়। সর্বশেষ দফার ভূমিকম্পের মাত্রা ও উৎপত্তিস্থল এখনো জানা যায় নি।

তবে ভূমিকম্পে সিলেটের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।


শেয়ার করুন