সিরিয়ার উদ্বাস্তুর সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে: জাতিসংঘ

113703_1সিটিএন ডেস্ক

সিরিয়ার গৃহযুদ্ধ থেকে বাঁচতে দেশত্যাগী লোকের সংখ্যা এখন ৪০ লাখ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক সংস্থা।

এদের প্রায় সবাই প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে। শুধু তুরস্কই ২০ লাখ সিরীয়কে আশ্রয় দিয়েছে।

বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে ইউএনএইচসিআর এ তথ্য জানিয়েছে।

গত ২৫ বছরের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ উদ্বাস্তু সঙ্কট বলে বলছে সংস্থাটি।

সংস্থাটি বলছে, তুরস্কের ২০ লাখসহ প্রতিবেশী দেশগুলোতে ৪০,১৩,০০০ উদ্বাস্তু আশ্রয় নিয়েছে।

এছাড়া নিজ দেশের ভেতরে আরো প্রায় ৭৬ লাখ সিরীয় বাস্তুচ্যুত হয়েছে।

তুরস্ক বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি উদ্বাস্তুকে আশ্রয় দিয়েছে।

এছাড়া ইরাকে আড়াই লাখ, জর্ডানে ৬ লাখ ২৯ হাজার, মিশরে ১ লাখ ৩২ হাজার এবং লেবাননে ১ লাখ ১৭ হাজার সিরীয় আশ্রয় নিয়েছে।

ইউরোপে শরণার্থীর মর্যাদায় চেয়ে আরো ২ লাখ ৭০ হাজার সিরীয় আবেদন করেছে। তবে তাদেরকে প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়। বাকি উদ্বাস্তুরা অন্যান্য দেশে আশ্রয় নিয়েছে।

গত ১০ মাসে প্রায় ১০ লাখ সিরীয় উদ্বাস্তুর জীবন বেছে নিতে বাধ্য হয়েছে।

সূত্র: আলজাজিরা


শেয়ার করুন