সিরিয়ার আলেপ্পোতে গণ বিবাহ

syrian-rebels-Aleppo-Es-Samiyye-Front-May-2015-1-400x266সিটিএন ডেস্ক:
যুদ্ধে সিরিয়া থেকে লাখ লাখ মানুষ শরণার্থী হয়ে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে আর হতাহত হয়েছে লক্ষাধিক মানুষ। তবুও জীবন বহত নদীর মত যুদ্ধবিদ্ধস্ত দেশ সিরিয়ায় থেমে থাকেনি। দিন কয়েক আগে সিরিয়ার আলেপ্পোতে ৪৫ জন দম্পত্তির জন্য গণ বিবাহের আয়োজন করে ইনসান চ্যানেল চ্যারিটি নামের একটি প্রতিষ্ঠান। ফ্রি সিরিয়ান আর্মি ও সেবিকারাও এ আয়োজনে সম্পৃক্ত ছিল।
আলেপ্পো হচ্ছে এমন একটি শহর যেটি প্রায় প্রতিনিয়ত সিরিয়ার সরকার ও তার রাশিয়ার আক্রমণের শিকার।
এই গণ বিবাহের সমন্বয়কারী ওয়ায়েল এডেল জানান, গণ বিবাহের জন্য এক মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করা হয়েছিল। তিনি আরো বলেন, কয়েকদিন আগে এই যুদ্ধে দুইজন বর মারা যান। গণ বিবাহে তাদের বিধবা স্ত্রীদেরও বিয়ে হয়েছে।
ইনসান চ্যনেল চ্যারিটি এই গণ বিবাহের সব খরচ দেয় এবং নতুন বরদেরকে কিছু নগদ টাকাও দেয় তাদের নতুন দাম্পত্য জীবন শুরু করার জন্য। বিয়ের অনুষ্ঠানে ফ্রি আর্মির বেশ কিছু সদস্য এবং বিরোধীদলীয় নেতা অংশগ্রহণ করেন। বিয়ের গান ও লোক নৃত্য সাময়িক হলেও যুদ্ধ বিদ্ধস্ত দেশটির ওই এলাকায় আনন্দের পরশ বুলিয়ে দেয়। মিডিল ইস্ট মনিটর থেকে


শেয়ার করুন