সিটি কর্পোরেশন হচ্ছে কক্সবাজার পৌরসভা

COXSBAZAR-NEWS-PIC-26-01-2016_1বলরাম দাশ অনুপম, কক্সবাজার :
কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার দাবী দীর্ঘদিনের। পর্যটন শিল্প বিকাশ এবং অর্থনৈতিক গুরুত্ব বিবেচনা করে তা দ্রুত বাস্তবায়নের দাবীও জানিয়ে আসছেন রাজনৈতিক, সামাজিক, সাংষ্কৃতিক, ক্রীড়া সংগঠনসহ বিভিন্ন স্তরের মানুষ। রাজনৈতিক ভাবে মতাদর্শ ভিন্ন থাকলেও বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত শহরকে সিটি কর্পোরেশনে উন্নীত করার দাবীতে কিন্তু একমত ছিল আওয়ামীলীগ-বিএনপি থেকে শুরু করে সকল রাজনৈতিক দলের শীর্ষ পর্যায় থেকে শুরু করে তৃণমুল পর্যায়ের নেতাকর্মীরা। গত বছর সরকার যে ১৯টি সিটি কর্পোরেশনের তালিকা প্রকাশ করেছিল সেখানে কক্সবাজারের নাম না থাকায় বিশ্বখ্যাত পর্যটন নগরী কক্সবাজারের মানুষের মাঝে যে হতাশা বিরাজ করছিল তা অবশ্যই কিছুটা হলেও কেটে গেছে। মঙ্গলবার কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সরকার মন্ত্রণালয়ের (এলজিআরডি) দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন-কক্সবাজারকে সিটি কর্পোরেশনে রূপান্তরে প্রয়োজনীয় নীতিমালার কাছাকাছিও যদি তথ্য পাই, তাহলে কক্সবাজারকে সিটি কর্পোরেশনে রূপান্তরের ক্ষেত্রে আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে। জাতীয় সংসদে সাংসদ কমল এলজিআরডি মন্ত্রীকে প্রশ্ন করে বলেন দেড়শ’ বছরের পুরনো পৌরসভা কক্সবাজার শুধু নয়, পৃথিবীর সব মানুষের আকর্ষনীয় স্থান। কক্সবাজারে উন্নয়ন কর্তৃপক্ষ হয়েছে। আর্ন্তজাতিক বিমানবন্দর হয়ে গেছে। রেললাইন পৌঁছে যাচ্ছে। কক্সবাজারবাসীর গত ৪৫ বছরের স্বপ্ন আর্ন্তজাতিক নগরী পৌরসভাকে সিটি কর্পোরেশনে রূপান্তর করা হবে কি না? কক্সবাজারবাসীর দীর্ঘদিনের স্বপ্ন মাননীয় মন্ত্রী আপনি মিটাবেন কি না ? আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি’র কথার সুরে ও ছন্দে বিমুগ্ধ মাননীয় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন অবশেষে না করতে পারলেন না। তিনি উত্তরে দাঁড়িয়ে বলেন কক্সবাজারবাসীর স্বপ্নের সাথে আমার স্বপ্ন মিশে গেছে। কক্সবাজারকে সিটি কর্পোরেশনে রূপান্তরে প্রয়োজনীয় নীতিমালার কাছাকাছিও যদি আমি তথ্য পাই; তাহলে কক্সবাজারকে সিটি কর্পোরেশনে রূপান্তরের ক্ষেত্রে আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে। তাঁর এই বক্তব্যের সাথে সাথে জাতীয় সংসদে উপস্থিত সংসদ সদস্যবৃন্দ টেবিল চাপড়িয়ে এমপি কমলের প্রশ্ন ও মাননীয় মন্ত্রীর উত্তরকে স্বাগত জানান। উলে¬খ্য; দীর্ঘদিন ধরে কক্সবাজারবাসীর যেই স্বপ্ন ছিল এই প্রথম একজন দায়িত্বশীল মন্ত্রী সংসদে সম্মতি জানালেন। প্রধানমন্ত্রী ও কক্সবাজারবাসীকে সংসদে কথা বলতে সুযোগ দেওয়ার জন্য টেলিফোনে কৃতজ্ঞতা জানান আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি। জানা গেছে-পর্যটন নগরী কক্সবাজারকে ঘিরে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার উন্নয়নের মাস্টার প্ল্যান বাস্তবায়ন করার লক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এসব উন্নয়ন কর্মসূটি পুরোপুরি বাস্তবায়িত হলে এমনিতেই কক্সবাজার দেশের সবচেয়ে ব্যস্ততম নগরীতে পরিণত হবে। রাজধানী ঢাকার পর কক্সবাজার হবে দ্বিতীয় ব্যস্ততম শহর। এদিকে পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যেতে সরকারী ও বেসরকারী পর্যায়ে কোটি কোটি টাকার বিনিয়োগের প্রেক্ষিতে ৫ তারকা, ৩ তারকা ও অসংখ্য অভিজাত হোটেলে দিন দিন এখানকার তার চিত্র পাল্টে যাচ্ছে। ফলে কক্সবাজারের উন্নয়নের গতিধারা অব্যাহত রাখার সম্ভব হলে জিডিপিতে কক্সবাজার দেশের সর্বোচ্চ রাজস্ব আয়ে অবদান রাখতে সক্ষম হবে বলে বিশ্লেষকদের অভিমত। তাই কক্সবাজারকে সিটি কর্পোরেশনে উন্নীত করার যোক্তিক দাবী তুলে ধরছেন শহরবাসী। তাই জেলাবাসীর প্রাণের দাবী পর্যটন, কৃষি, মৎস্য, বাণিজ্যসহ সব দিক বিবেচনায় এনে বর্তমান সরকার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত শহর কক্সবাজারকে সিটি কর্পোরেশনে উন্নীত করবে। ১৮৬৯ সালে মিউনিসিপালিটি হিসেবে কক্সবাজারের যাত্রা শুরু হয়। দিন দিন এ শহরের সৌন্দর্য্যে বৃদ্ধির পাশাপাশি বেড়েছে অর্থনৈতিক সমৃদ্ধিও। ১৯৮৪ সালে মহকুমা থেকে জেলায় উন্নীত হয় কক্সবাজার। মেরিন ড্রাইভ ও বাইপাস সড়ক নির্মাণ, পৌরসভার পরিধি, জনসংখ্যা বৃদ্ধি এবং পর্যটনের বিকাশ সবকিছু মাথায় এনে সরকার ২০০৬ সালে কক্সবাজারকে প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত করা হয়। এরপর ২০০৮ সালের নির্বাচনে আওয়ামীলীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর থেকে কক্সবাজারকে সিটি কর্পোরেশনে উন্নীত করার দাবী জোরালো হতে থাকে। ২০১১ সালে কক্সবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচন করেন শহর আওয়ামীলীগ সভাপতি মুজিবুর রহমান। তিনি এবং আওয়ামীলীগের জেলার শীর্ষ পর্যায়ের নেতারা প্রতিটি নির্বাচনী সভায় মেয়র নির্বাচিত হলে কক্সবাজারকে সিটি কর্পোরেশন করার প্রতিশ্রুতির কথা শুনিয়েছিলেন। আর শহরবাসীও বুক ভরা আশা নিয়ে বসেছিল কক্সবাজার সিটি কর্পোরেশন হবে। কিন্তু তা এখনো আলোর মুখ দেখেনি। ২৬ জানুয়ারী মঙ্গলবার জাতীয় সংসদে স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হেসেনের আশ্বাসে জেলাবাসীর দীর্ঘদিনের দাবী কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করা বাস্তবায়নের পথে আরেক ধাপ এগিয়ে গেল।


শেয়ার করুন