সিএসএস থেকে নজরুল-আরফাতকে বহিস্কার

CSS News Photoবার্তা পরিবেশক :
কক্সবাজার সাংবাদিক সংসদ (সিএসএস) এর নতুন কমিটি থেকে সংগঠনের গঠনতন্ত্র বহিভূত কাজে লিপ্ত থাকায় যুগ্ম সাধারণ সম্পাদক এইচ.এম নজরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আরফাতুল মজিদ কে সিএসএস’র প্রাথমিক সদস্য পদ থেকে বহিস্কার করা হল। গত ২৮ ফেব্রুয়ারী রোববার বিকালে কক্সবাজার প্রেসক্লাবে অনুষ্ঠিত সংগঠনের জরুরী সভায় অনুষ্ঠিত সভায় দু’বছরের জন্য সিএসএস’র নতুন কমিটি গঠন করা হয়। তাদের ধারাবাহিক গঠনতন্ত্র পরিপন্থি কাজে লিপ্ত থাকার অভিযোগ বর্তমান কমিটি আমলে নিয়ে ওদের বহিস্কার করতে সিদ্ধান্ত নেয়।
উল্লেখ্য, সিএসএস’র দীর্ঘ পথচলায় কক্সবাজারের সংবাদপত্র, সাংবাদিকদের বিভিন্ন কল্যাণসহ তাদের সামাজিক কর্মকান্ড জেলাকে আলোকময় করেছে। ইতোপূর্বে সাফল্যগাঁথা কর্মকান্ড জেলাসহ পুরো দেশব্যাপী সিএসএস আজ একটি জেলার তারুণ্য দীপ্ত ও প্রতিশ্রুতিশীল সংগঠন নামে পরিচিতি লাভ করেছে যা সংবাদপত্রসেবীরাই ভাল জানেন। সিএসএস’র সভাপতি আজাদ মনসুর ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ নয়ন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় ২০০৯ সালে আত্মপ্রকাশ পাওয়া সিএসএস’র সাথে অনেকেই জড়িত ছিলেন। ভবিষ্যতে এ ধরণের কর্মকান্ডে অন্য কেউ জড়িত থাকলে তাকে বহিস্কার করতে বাধ্য থাকবে। এ নিয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ রইল।


শেয়ার করুন