সাড়ে পাঁচ কোটি টাকার ভবন নির্মিত হচ্ছে মগনামা উচ্চ বিদ্যালয়ে

20160801_125529শাখাওয়াত হোছাইন, পেকুয়া :
পেকুয়ায় সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে মগনামা উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমি ভবন। শ্্েরণি কার্যক্রম কার্যক্রম বিন্যাস ঘটাতে সরকার নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমুহের ভৌত অবকাটামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলার মগনামা ইউনিয়নের একমাত্র প্রতিষ্টান মগনামা উচ্চ বিদ্যালয়ের জন্য একটি ভবন বরাদ্ধ দেয়। এর আওতায় ওই বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণের জন্য সাড়ে পাঁচ কোটি টাকা বরাদ্দ দেয়। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কক্সবাজার জোন পাঁচ তলা বিশ্ষ্টি ওই ভবন নির্মাণের এর শুভ সূচনা করেছেন। ১ আগষ্ট সোমবার মগনামা উচ্চ বিদ্যালয়ের সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে ওই ভবন নির্মাণ কাজের শুভ উদ্ভোধন করা হয়েছে। ওইদিন দুপুর ১২টার দিকে স্থানীয় সাংসদ হাজ্বী মোহাম্মদ ইলিয়াছ ভবন নির্মাণ কাজের ফলক উম্মোচন করেছেন। এ উপলক্ষে মগনামা উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। মগনামা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতার আহমদ এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আবু বক্করের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ হাজ্বী মোহাম্মদ ইলিয়াছ। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মগনামা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক, রেড় ক্রিসেন্ট সোসাইটির কক্সবাজার জেলার সেক্রেটারী ও কমিউনিটি পুলিশিং কক্সবাজারের সাধারন সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল চৌধুরী। এসময় বক্তব্য রাখেন মগনামার সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খাইরুল এনাম, পেকুয়া থানার ওসি জিয়া মো.মোস্তাফিজ ভুইয়া প্রমুখ। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, পেকুয়ার ইউএনও মো.মারুফুর রশিদ খান, উপজেলা প্রকৌশলী জাহেদুল ইসলাম চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাছান মুরাদ চৌধুরী, বদরখালী কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল হক, সাংসদের একান্ত সহকারি নাজিম উদ্দিন, মগনামা জমিদার বাড়ির রুহুল আমিন চৌধুরী, ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি নাজেম উদ্দিন, আ.লীগ নেতা মাষ্টার ওমর ফারুক বাবুল, জাহাঙ্গীর ্আলম, ছরওয়ার আলম, আশেক বিন জলিল, আবু ছিদ্দিক বাদশা, শামসুল আলম, কৃষকলীগ নেতা আফতাব উদ্দিন বাবুল, উপজেলা জাতীয় পার্টির সভাপতি এস.এম মাহবুব ছিদ্দিকী, সি.সহ সভাপতি দেলোয়ার করিম চৌধুরী, জাগরন ট্রাস্ট মগনামার চেয়ারম্যান খোরশেদুল ইসলাম, জাতীয় পার্টি নেত্রী আমাতুর রহিম হীরা, দিলোয়ারা বেগম, জাতীয় পার্টি নেতা আলমগীর সওদাগর, আবদুল খালেক, মো.হোসেন, হোছাইন শহীদ সাইফুল্লাহ, মহি উদ্দিন, ছগীর আহমদ আজগরী প্রমুখ। এসময় সাংসদ হাজ্বী মো.ইলিয়াছ বলেছেন সরকার শিক্ষার জন্য ভৌত অবকাঠামো খাতকে সর্বাধিক গুরত্ব দিয়েছেন। ভবনের সংকুলতায় মগনামা উচ্চ বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম ব্যহত হচ্ছিল। দেশ শিক্ষা মুখী হয়েছে। ছাত্র-ছাত্রীদের একাডেমিক সমস্যা লাঘব করতে সরকার এ বিদ্যালয়ের জন্য সাড়ে পাঁচ কোটি টাকার ভবন বরাদ্ধ দিয়েছেন। ইসলামে জঙ্গিবাদ নামে কোন শব্দ নেই। শান্তির ধর্ম ইসলাম। শিক্ষায় আজ বাংলাদেশ অনেকদুর এগিয়েছে। সামাজিক অনেক সূচকে প্রতিবেশি দেশ ভারত, পাকিস্তানকে টপকিয়ে গেছে বাংলাদেশ। কিন্তু এর অগ্রগতি ধ্বংস করতে জঙ্গিবাদ ও সন্ত্রাসীরা গুলশান হলি আর্টিসান রেস্তোরায় সহ বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা সংগঠিত করেছে। সরকার এগুলো কঠোর হস্তে দমন করতে সক্ষম হয়েছে। শিক্ষার্থীরা দেশের ভবিষৎ কর্ণধার। অসাম্প্রাদায়িক বাংলাদেশ গড়তে তাদেরকে ভবিষতের জন্য গড়ে তুলতে হবে। এদেরকে পরিনত করতে হবে মানবসম্পদে। আশা করি এরাই এক সময় এদেশকে বিশ্ব পরিমন্ডলে সর্বোচ্চ মর্যাদায় আসীন করবে। এদিকে চকরিয়া-পেকুয়ার সাংসদ হাজী মো.ইলিয়াছকে অর্ভ্যথনা জানিয়েছেন মগনামা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। এমপি মগনামা উচ্চ বিদ্যালয়ে পৌছলে তাকে ফুল দিয়ে বরন করে নেন ছাত্র-ছাত্রীরা।


শেয়ার করুন