সাহিত্যে নোবেল পেলেন বেলারুশের সভেৎলানা

nobel_86192সিটিএন ডেস্ক :

সাহিত্যে অবদানের জন্য এ বছর নোবেল পেলেন বেলারুশের নারী সাংবাদিক ও লেখক সভেৎলানা অ্যালেক্সিয়েভিচ (৬৭)। তার রচনাকে “দুর্ভোগ ও সাহসীকতার প্রতীক” হিসেবে উল্লেখ করেছে নোবেল কমিটি।

বৃহস্পতিবার সুইডেনের স্থানীয় সময় দুপুর ১টায় (বাংলাদেশ সময় বিকাল ৫টা) এ ঘোষণা দেয় রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি।

আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তার হাতে পুরস্কার বাবদ তুলে দেয়া হবে ৮০ লাখ ক্রোনার।

সভেৎলানার লেখা প্রথম বই “দ্যা আন উইমেনলি ফেস অব দ্যা ওয়ার” প্রকাশিত হয় ১৯৮৫ সালে। ১৯ টি দেশে বইটির দুই মিলিয়ন কপি বিক্রি হয়েছিল। এছাড়াও তিনি ২১টি ডকুমেন্টারি ফিল্মের জন্য চিত্রনাট্যও লিখেছেন।

গত বছর সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছিলেন ফরাসি সাহিত্যিক পাত্রিক মোদিয়ানো।

প্রসঙ্গত, সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের শেষ ইচ্ছা অনুসারে গবেষণা, উদ্ভাবন ও মানবতার কল্যাণে অবদানের জন্য প্রতি বছর চিকিৎসা, পদার্থ বিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে নোবেল পুরস্কার দেয়া হয়।

শুক্রবার শান্তি এবং ১২ অক্টোবর সোমবার অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।


শেয়ার করুন