সালাহ উদ্দিন কোথায় এখনো জানে না পুলিশ

বাংলামেইল:

salah-uddin-241x300

বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে খুঁজে পাওয়া যায়নি মর্মে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে লিখিত প্রতিবেদন দাখিল করেছেন পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী।

সালাহ উদ্দিনকে খুঁজে বের করে আদালতে হাজির করার নির্দেশনা কেন দেয়া হবে তা জানতে চেয়ে রুল জারির পর আজ সকালে সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এ প্রতিবেদন দাখিল করা হয়। ওই প্রতিবেদনে সালাহ উদ্দিনকে খুঁজে বের করতে চেষ্টা অব্যাহত রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর এই প্রতিবেদন আজ দুপুর আড়াইটায় হাইকোর্টে উপস্থাপন করা হবে বলে জনা গেছে।

এরপর এ বিষয়ে শুনানির পর আদেশ দেবেন আদালত। এর আগে গত বৃহস্পতিবার সালাহ উদ্দিনকে খুঁজে বের করে রোববার হাইকোর্টে কেন হাজির করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

সালাহ উদ্দিনকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি ফৌজদারি আবেদন করেন তার স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ।

বিএনপির মুখপাত্রের দায়িত্বে থাকা অবস্থায় সালাহ উদ্দিন আহমদকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গত ১০ মার্চ আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করে আসছে তার পরিবারের সদস্যরা।

এদিকে বিএনপিও অভিযোগ করেছে, পুলিশ, ডিবি, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সালাহ উদ্দিন আহমদকে উঠিয়ে নিয়ে গেছে।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট কেউই সালাহ উদ্দিন আহমদকে গ্রেপ্তারের কথা স্বীকার করেনি।


শেয়ার করুন