সার্চ কমিটিতে আ.লীগ-বিএনপির ‘অভিন্ন’ প্রস্তাব!

167600_1

আরটিএনএন
ঢাকা: নির্বাচন কমিশন গঠন নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সংসদের বাইরে থাকা বিএনপিসহ ২৭টি রাজনৈতিক দল সার্চ কমিটির কাছে নামের তালিকা জমা দিয়েছে।

বিভিন্ন ইস্যুতে প্রধান দুটি দলের মধ্যে ব্যাপক মতপার্থক্য ও অমিল থাকলেও তাদের দেয়া নাম প্রস্তাবে অভিন্নতা পাওয়া গেছে। আর সেটা হচ্ছে তাদের প্রস্তাবিত ব্যক্তিদের সবাই অরাজনৈতিক ও পেশাজীবী। তাদের কেউই সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিবালয়ের অতিরিক্ত সচিব আব্দুল ওয়াদুদের কাছে এ তালিকা জমা দেয়া হয়।

মন্ত্রিপরিষদ ও দল দুটির সূত্র থেকে জানা গেছে, আওয়ামী লীগের পক্ষ থেকে ৫ সদস্যের প্রস্তাবিত সম্ভাব্য ব্যক্তিরা হলেন- মোল্লা অহিদুজামান, নুর মোহাম্মদ, আব্দুল করিম, মঞ্জুর হোসেন এবং সাদেকা হালিম।

অন্যদিকে, বিএনপির পক্ষ প্রস্তাব করা সম্ভাব্য ব্যক্তিরা হলেন- তোফায়েল আহমেদ, সালেহ উদ্দিন আহম্মেদ, তাসকিম এ রহমান, আসাফউদ্দৌলা এবং শাহদীন মালিক।

অতিরিক্ত সচিব আব্দুল ওয়াদুদ সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতির গঠন করা সার্চ কমিটি মোট ৩১টি দলের কাছে নির্বাচন কমিশন গঠনে নামের তালিকা চেয়ে চিঠি দেয়। মঙ্গলবার বেলা ৩টা পর্যন্ত তাদের সময় বেঁধে দেয়া হয়। এই সময়ের মধ্যে ২৭টি দল সচিবালয়ে এসে নামের তালিকা জমা দিয়েছে।’


শেয়ার করুন