সাবেক ছাত্রলীগ নেত্রী বাঁধনের মৃত্যু

Badhonসিটিএন ডেস্ক:

সরকারের উপসচিব, সাবেক ছাত্রলীগ নেত্রী আইরিন পারভীন বাঁধন আর নেই। রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন বাঁধন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সাবেক ভিপি বাঁধনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

নব্বইয়ের এরশাদবিরোধী আন্দোলনের শ্লোগানের প্রিয়মুখ ছিলেন এই বাঁধন। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্নার স্ত্রী।

গত ২৬ মার্চ তাঁকে সিঙ্গাপুরে নেয়া হয়েছিল। আইরিন পারভীন বাঁধনের মরদেহ সোমবার বিকাল পাঁচটায় ঢাকায় পৌছাবে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। মঙ্গলবার বিকেলে বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।


শেয়ার করুন