সাবেক এনবিআর চেয়ারম্যানের দুর্নীতি পায়নি দুদক

53_Golam+Hossain_Chairman_National+Board+of+Revenue+(NBR)_040414_00280001

সিটিএন ডেস্ক:

দুর্নীতি দমন কমিশন সচিব আবু মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অনুসন্ধানে গোলাম হোসেনের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত না হওয়ায় তা নথি ভুক্তির মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে।

চিঠির একটি অনুলিপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হাতে রয়েছে।

এ বিষয়ে দুদক চেয়ারম্যান এম বদিউজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার (গোলাম হোসেন) বিরুদ্ধে যে অভিযোগগুলো আমাদের কাছে এসেছিল, সেগুলো নিয়ে অনুসন্ধান করা হয়েছে। কিন্তু এগুলোর স্বপক্ষে উপযুক্ত প্রমাণ পাওয়া যায়নি। তাই বিধি অনুযায়ী তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।”

এনবিআরের এই সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে আনীত অভিযোগের মধ্যে ছিল- আইন বহির্ভূতভাবে রিকন্ডিশন্ড গাড়ির শুল্কায়ন প্রক্রিয়ায় অবচয় সুবিধা নেওয়া, শুল্ক গোয়েন্দাদের সঙ্গে সংশ্লিষ্ট গার্মেন্ট মালিকদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া থেকে বিরত থাকা।

এছাড়া সিম প্রতিস্থাপনের জন্য একাধিক মোবাইল কোম্পানির কাছ থেকে ৩ হাজার ১০০ কোটি টাকা রাজস্ব আদায় না করার একটি অভিযোগও ছিল তার বিরুদ্ধে।

২০১৩ সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহে এসব অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন।

অনুসন্ধান শেষে ২০১৪ সালে দুদক উপপরিচালক মো. নাসির উদ্দিন প্রথম দফায় প্রতিবেদন জমা দেন।

তবে দুর্নীতির ‘প্রমাণ না থাকায়’ কমিশন ওই প্রতিবেদন আমলে না নিয়ে পুনরায় অনুসন্ধানের নির্দেশ দেয়।

পুনঃঅনুসন্ধানেও কোন ধরনের দুর্নীতির প্রমাণ পায়নি দুদক।


শেয়ার করুন