সাফিন ও হুমায়নের বলিং তোপে ৯৯ রানে অল আউট হল চট্টগ্রাম জেলা ক্রিকেট দল

“বিসিবি আয়োজিত অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা -২০১৪-১৫ ”

cricket,ক্রিকেটপ্রেস বিজ্ঞপ্তি ৥

বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত বয়স ভিত্তিক অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা-২০১৪-১৫ এ কক্সবাজার জেলা ক্রিকেট দল চট্টগ্রামকে ৫ উইকেটে হারিয়ে জয় লাভ করেছে। গত কাল রাঙ্গামাটি স্টেডিয়ামে সকাল ৯-০০ টায় চট্টগ্রাম জেলা ক্রিকেট দল টচে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৩৬.২ বলে কক্সবাজারের সাফিন ও হুমায়ুনের বলিং তোপে পড়ে মাত্র ৯২ রানে সব উইকেট হারায়। কক্সবাজার জেলা ক্রিকেট দলের পক্ষে সাফিন ১৯ রানের বিনিময়ে ৩টি মেডেনসহ ৪টি উইকেট, হুমায়ন ১২রানের বিনিময়ে ৩টি মেডেনসহ ২টি উইকেট, এবং রুহুল্লাহ ২৬ রানের বিনিময়ে ১টি ম্যাডেনসহ ২টি উইকেট পায়। চট্টগ্রামের ৯২ রানের জবাবে কক্সবাজার জেলা ক্রিকেট দল ব্যাট করতে নেমে ২২.৫বলে ৫ উইকেটে জয় সূচক ৯৫ রান সংগ্রহ করে। কক্সবাজারের পক্ষে ফারুক অপরাজিত সর্বোচ্চ ২১রান,  রুহুল্লাহ-১৪রান, ও সাকিব অপরাজিত ১০রান করে। আগামী ৩১ ডিসেম্বর কক্সবাজার ফেনী জেলা ক্রিকেট দলের বিপক্ষে মাঠে নামবে। কক্সবাজার জেলা ক্রিকেট দলের ম্যানেজার- জেলা ক্রীড়া সংস্থার সদস্য আলী রেজা তসলীম এবং কোচ- আশরাফুল আজিজ সুজন । আগামী ম্যাচে কক্সবাজার জেলা ক্রিকেট দলের জয়ের জন্য কক্সবাজার জেলা বাসীর কাছে দোয়া কামনা করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও দলের ম্যানেজার-  আলী রেজা তসলীম।
অনূর্ধ-১৬ জেলা ক্রিকেট দলের খেলোয়াড়গণ হল- ক্যাপ্টেন- সাদমান সাকিব, ভাইস ক্যাপ্টেন- নাহিদুল ইসলাম রবিন, সাফিন মনির, ইব্রাহিম, রুহুল্লাহ, হুমায়ুন আহমেদ, সালমান মাহমুদ জিহান, সাইদ হাসান ফরহাদ, রিদুয়ানুল হক, তাহমিদ শুভ, এরশাদ বিন মঞ্জুর মিশকাত, মোঃ সাইফুল্লাহ, ওমর ফারুক ফরহাদ, ইবাদুল ইসলাম হাসিব, এরশাদ চৌধুরী আদর।


শেয়ার করুন