সাত দিনের মধ্যে তাসকিন-সানির বোলিং পরীক্ষা

bg_sp_1_388477246সিটিএন ডেস্ক : 

অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠায় বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ ও  স্পিনার আরাফাত সানিকে আগামী সাত দিনের মধ্যে পরীক্ষা দিতে হবে। তবে রিপোর্ট না আসা পর্যন্ত তারা বোলিং চালিয়ে যেতে পারবেন। বৃহস্পতিবার (১০ ‍মার্চ) আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি নিশ্চিত করে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে হল্যান্ডের বিপক্ষে জয় পাওয়ার পর আম্পায়ার তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন। একইসঙ্গে আরাফাত সানির বিরুদ্ধেও অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ আনা হয়।

এমন অভিযোগের কোনো ভিত্তি দেখছেন না হাথুরুসিংহে, ‘গত কয়েক বছর ধরেই তো তাসকিন এবং সানি এই অ্যাকশনেই বল করে আসছে। এদের বোলিং অ্যাকশন নিয়ে কেন আইসিসির পক্ষ থেকে প্রশ্ন তোলা হচ্ছে তার কিছুই আমি বুঝতে পারছি না।’


শেয়ার করুন