সাগরের বিমান বিধ্বস্ত: নিখোঁজ ২ জনের লাশ উদ্ধার

12794437_575526082605718_1552043767950686364_n

নিখোঁজ একজনের মরদেহ

শাহেদ ইমরান মিজান, সিটিএন:

বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলের নাজিরারটেক পয়েন্টে পোনাবাহী এক কার্গো বিমান বিধ্বস্তে নিখোঁজ দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকাল সাড়ে তিনটা থেকে সাড়ে টার মাঝে কোস্টগার্ড-নৌবাহিনী যৌথ উদ্ধার অভিযানে পৃথকভাবে মরদেহ দু’টি উদ্ধার করতে সক্ষম হয়। কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক সাধন কুমার মোহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

12805953_575526049272388_1562376083465977399_nসাধন কুমার মোহন্ত জানান, পোনা বোঝাই করে কক্সবাজার বিমানবন্দর থেকে রওয়ান দিয়ে সাগরের নাজিরারটেক পয়েন্টে বিধ্বস্ত হয় ‘ট্রু ভিশন’ কার্গো বিমানটি। এতে ফ্লাইট ইঞ্জিনিয়ার নিহত হন কুলিশ নোলরী, আহত হন পাইল হলেন গাটারভ ওয়াদ। দুর্ঘটনার এক ঘণ্টার মধ্যে তাদের উদ্ধার করা হয়। পরে ফ্লাইট ইঞ্জিনিয়ার কুলিশ নোলরীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এতে নিখোঁজ ছিলেন বিমানের নেভিটের কালটুরভ, কো-পাইলট জুলুডিমির। তাদের উদ্ধারে কোস্টগার্ড, নৌবাহিনী যৌথ বাহিনী উদ্ধার অভিযান অব্যাহত রাখে। অভিযানে বেলা তিনটা থেকে সাড়ে ৪টা ভেতর সময়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, দু’জনের মৃতদেহ কূলে ফিরিয়ে আনা হচ্ছে। আধা ঘন্টার মধ্যে শহরের কস্তুরাঘাট দিয়ে মরদেহ দু’টি তোলা হবে।


শেয়ার করুন