সাকিব রংপুরে, কুমিল্লায় মাশরাফি

adadভাগ্যের শিকে ছিড়েছে রংপুর রাইডার্সের। আসন্ন বিপিএলে লটারীর মাধ্যমে বাংলাদেশ তথা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিজেদের দলে পেয়েছে তারা। বিপিএলের তৃতীয় আসরে রংপুরের হয়ে মাঠ মাতাবেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। রংপুর শিবিরে তাই খুশির জোয়ার।

অন্যদিকে রংপুরের মতো কুমিল্লাও নিজেদের ভাগ্যবান মনে করতেই পারে। বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে ও টি-২০ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে নিজেদের দলে পেয়েছে প্রথমবারের মতো বিপিএলে অংশ নিতে যাওয়া দলটি।

তবে প্রত্যাশামতো দল পেয়েছেন জাতীয় দলের হার্ড হিটার ওপেনার তামিম ইকবাল। লটারীর আগেই তিনি বলেছিলেন, নিজ অঞ্চল অর্থাৎ চট্টগ্রামের হয়ে খেলতে পারলে সবচেয়ে খুশি হবেন। হয়েছেও তাই। তার আকুলতা বাস্তবে ধরা দিয়েছে। চিটাগাং ভাইকিংসের হয়েই ব্যাট হাতে ঝড় তুলবেন তিনি।

আইকন খেলোয়াড়দের মধ্যে নাসির হোসেনকে লটারি ভাগ্যের মাধ্যমে পেয়েছে ঢাকা ডিনামাইটস। সিলেট সুপারস্টারের প্রত্যাশা ছিল বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহীমকে দলে ভেড়ানো। শেষ পর্যন্ত তাদের স্বপ্ন সত্যি হয়েছে। সিলেটের হয়েই খেলবেন জাতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান ও উইকেটরক্ষক মুশফিক। অন্যদিকে জাতীয় দলের আরেক তারকা অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদকে পেয়েছে বরিশাল বুলস।


শেয়ার করুন