সাকিবের পর মাশরাফির ২০০

ddddeeeআগের ম্যাচে ১৯৮ উইকেট নিয়ে খেলতে নেমেছিলেন। ম্যাচে এক উইকেট নেওয়ায় মাইলফলকটা স্পর্শ করতে পারেননি বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজা। আজ চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে মাত্র ১ উইকেটের দরকার ছিল তার। বাংলাদেশের জন্য বিপজ্জনক হয়ে ওঠা মিলারকে বিদায় করে অবশেষে ওয়ানডে ক্রিকেটে ২০০ উইকেটের মাইলফলক গড়লেন নড়াইল এক্সপ্রেস।

বাংলাদেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে সাকুল্যে তিন ক্রিকেটার কেবল ২০০ উইকেট দখলের নজীর গড়তে পেরেছেন। প্রথম জন আব্দুর রাজ্জাক। ওয়ানডে ক্রিকেটে তার উইকেট সংখ্যা ২০৭। ১৫৩ ম্যাচে এই উইকেট নেন আব্দুর রাজ্জাক।

রাজ্জাকের পর দ্বিতীয় বাংলাদেশী ক্রিকেটার হিসেবেই আজই ২০০ উইকেটের মাইল ফলক স্পর্শ করেন সাকিব আল হাসান।

সাকিবের মাইলফলক স্পর্শের ম্যাচেই ২০০ উইকেট নেওয়ার নজীর গড়লেন মাশরাফি। ১৫৭ ম্যাচে ৩০.৯০ গড়ে মাশরাফির উইকেট ২০০। সাকিবের চেয়ে এক ম্যাচে বেশী খেলেন মাশরাফি।


শেয়ার করুন