সাকা-মুজাহিদের ফাঁসি কার্যকরে তুরস্কের উদ্বেগ

14447478971সিটিএন ডেস্ক:
যুদ্ধাপরাধের দায়ে বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদের মৃত্যুদ-ে উদ্বেগ প্রকাশ করেছে তুরস্ক। একইসঙ্গে মৃত্যুদ-ের পরিবর্তে বিকল্প পদ্ধতি খুঁজতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি।
গত রোববার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই দুই নেতা তাদের আইনি অধিকার বলে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা ও তাদের আবেদন বাতিল হওয়া এবং এখনো মৃত্যুদ-ের চর্চা অব্যাহত থাকা উদ্বেগজনক। তুরস্ক মৃত্যুদ- বিলোপ করেছে।
অতীতের ক্ষত এ ধরনের পদ্ধতির মাধ্যমে পূরণ করা সম্ভব নয় বলে তুরস্ক বিশ্বাস করে। তুরস্ক আশা করে ভ্রাতৃপ্রতীম দেশ হিসেবে বাংলাদেশ শিগগিরই সর্বোচ্চ সাজা মৃত্যুদ-ের পরিবর্তে অন্য পদ্ধতি বেছে নেবে। যা কি না সামাজিক পুনঃএকত্রীকরণের উদ্দেশ্য পূরণে আরো ভালো কাজ করবে।


শেয়ার করুন