সাংবাদিক হামলায় ঈদগাঁওর কর্মরত সাংবাদিকদের মানববন্ধন

Manob Bondonনিজস্ব প্রতিনিধি :

টেকনাফে পেশাগত দায়িত্বপালন করতে গিয়ে ইয়াবা ব্যবসায়ীর হাতে মারাত্মকভাবে আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে কক্সবাজারের ২ টিভি সাংবাদিকসহ ৬ সংবাদকর্মী। গত ১৩ মে বিকেলে টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়া স্কুল মাঠে পরিকল্পিত এ হামলার ঘটনা ঘটলেও পুলিশ এখনো পর্যন্ত মূল হোতাকে গ্রেফতার করতে পারেনি। ইয়াবা সম্রাট হামলাকারীর মূল হোতা ভুট্টো বাহিনীর প্রধান ভুট্টোকে গ্রেফতার ও টেকনাফ থানার ওসিকে অপসারণের দাবীতে ১৭ মে বিকেলে ঈদগাঁওর কর্মরত সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঈদগাঁও বাজারস্থ মাতবর সুপার মার্কেট সংলগ্ন ডিসি সড়কে মানব বন্ধন উত্তর সমাবেশে সভাপতিত্ব করেন ঈদগাঁওর প্রবীণ সাংবাদিক শাহজাহান সিরাজ।

সংবাদকর্মী শাহিদ মোস্তফা শাহিদের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে শুরুতে বিজ্ঞানময় আলকোরআন থেকে তেলাওয়াত করেন ফ্রেন্ডস এ ওয়ান এসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দীন। সাংবাদিক নেতাদের মধ্যে বক্তব্য রাখেন, মোহাম্মদ গিয়াস উদ্দীন, নুরুল আমিন হেলালী, মোহাম্মদ মিজানুর রহমান আজাদ, কাফি আনোয়ার, সেলিম উদ্দীন। প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার বাংলা বিভাগের অধ্যাপক ফিরোজ আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক কবি হুমায়ুন আজাদ সিদ্দিকী। একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন ঈদগাহ কেজি স্কুলের সিনিয়র শিক্ষক মাষ্টার নুরুল ইসলাম, সদর উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক রাশেদ উদ্দীন মুকুল, উপজেলা যুবদলের সভাপতি মোঃ আজমগীর, সাংস্কৃতিক একাডেমীর সভাপতি কুতুব উদ্দীন চৌং। এসময় উপস্থিত ছিলেন ঈদগাঁও আলমাছিয়া ফাজিল মাদ্রাসার মাষ্টার আবদু ছালাম, মৌলভী জামাল উদ্দীন। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন একেএম জাহাঙ্গীর বাঙ্গালী, শেফাইল উদ্দীন, নাছির উদ্দীন, এম. আবুহেনা সাগর, নুরুল আজিম, মোজাম্মেল হক, এম. ছরওয়ার সিফা, শফিউল আলম আজাদ, মোহাম্মদ আলম বিশাল, আশফাক উদ্দীন আরফাত, সাইমুন সরওয়ার কায়েম, রায়হানুল কবির। এসময় আরো উপস্থিত ছিলেন ঈদগাঁও বাজার পরিচালনা কমিটির আহবায়ক সিরাজুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা বদিউল আলম, সৌদি প্রবাসী তৌহিদুল ইসলামসহ শিক্ষক, ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগন। বক্তারা বলেন, ঘটনার ৫দিন অতিবাহিত হলেও এখনো পর্যন্ত মূল হোতাসহ ইয়াবা ব্যবসায়ীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এসময় সাংবাদিক নেতারা টেকনাফ থানার ওসির অপসারণের দাবী জানান।


শেয়ার করুন