আইন সহায়তা কেন্দ্র (আসক ) ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক

সাংবাদিক শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবী

download (1)বিশেষ প্রতিনিধি
আর্ন্তজাতিক মানবাধিকার সংগঠন আইন সহায়তা কেন্দ্র (আসক ) ফাউন্ডেশনের কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন এর জেলা প্রতিনিধি এবং দৈনিক আমাদের কক্সবাজার এর বার্তা সম্পাদক প্রগতিশীল লেখক অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লেখনি দিয়ে যিনি সার্বক্ষনিক প্রতিবাদ করে যাচ্ছেন সাংবাদিক শাহজাহান চৌধুরী শাহীন । তাঁর এসব অন্যায় বিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে লেখালেখির কারণে চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর স্ব-প্রণোদিত ভাবে ব্যক্তিগত কর্মচারী (বাবুর্চি) নাজেম উদ্দিন ও স্থানীয় এক মামলাবাজের মেয়েকে বাদি বানিয়ে তড়িগড়ি করে সাজানো মিথ্যা মামলা দিয়ে মানহানি, সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করা ও সত্য লেখনির কন্ঠ রোধ করার চেষ্টায় লিপ্ত রয়েছে ওসি প্রভাষ চন্দ্র।
এ ধরনের মানহানিকর ও হয়রানী মুলক মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন আইন সহায়তা কেন্দ্র (আসক ) ফাউন্ডেশনের কক্সবাজার জেলা কমিটির সভাপতি নাছির উদ্দিন বাদশা, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক বিআর হাশেমী বদরু, সহ-সভাপতি আবদুল মন্নান (মহেশখালী) , যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ডা: সনজিত দাশ, দপ্তর সম্পাদক সাদেকুর রহমান সাদেক, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদ মর্জিনা বেগম (এমইউপি, সংরক্ষিত মহিলা সদস্য পেকুয়া উপজেলা), অর্থ সম্পাদক ইমদাদুল হক জিহ্দাী, সদস্য সাংবাদিক এসএম তারেক হাসান , প্রচার সম্পাদক হালিমুর রশিদ, সদস্য সাংবাদিক মো: হাসেম (পেকুয়া), সাংবাদিক শাখাওয়াত হোসেন সুজন (পেকুয়া), সাংবাদিক নুর তাজ মোস্তফা শাহীন শাহ (টেকনাফ), ডাক্তার সুরুমার দেব নাথ, প্রভাষক এহেসানুল করিম ও হাজি আমির হোসেন (টইটং)।
বিবৃতিদাতারা বলেন, সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান কামালের নেতৃত্বে প্রশাসনের উর্ধবতন নেতৃবৃন্দ যখন কক্সবাজার এসে জেলা প্রশাসক কার্যালয়ে সকল জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠকে ইয়াবা ও মানবপাচারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইয়াবা ব্যবসায়ী, মানবপাচারকারী এবং এদের সাথে সম্পৃক্ত থাকলে প্রশাসনের যত বড় কর্মকর্তা হোক বা জনপ্রতিনিধিই হোক না কেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন।
তাদের বক্তব্য ও আলোচনার তথ্য নিয়ে সাংবাদিক শাহজাহান চৌধুরী শাহীন তার পত্রিকায় বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ করে তখনই চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর নিজের অপকর্ম দূর্নীতি, স্বজপ্রীতি ও ক্ষমতার অপব্যবহার আড়াল করে ঘটনা ধামাচাপা দিতে প্রগতিশীল লেখক সাংবাদিক শাহাজাহান চৌধুরী শাহীনকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছে।


শেয়ার করুন