সরকার জনগণকে প্রযুক্তি নির্ভর করে তুলছে – ভারপ্রাপ্ত জেলা প্রশাসক

FILE0321_1আবদুল আলীম নোবেল, সিটিএন:

কক্সবাজারে দুই দিনব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ মঙ্গলবার শেষ হয়েছে। সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে গত ৮ সেপ্টেম্বর এ মেলা শুরু হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে

প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ড, অনুপম সাহা। তিনি বলেন, বর্তমান সরকার সকল জনগণকে প্রযুক্তি নির্ভর করে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলছে। বর্তমানে ইন্টারনেটের বিচরণ সবজায়গায়,যা মানুষের প্রতিটি মুহুর্তের নিত্যসঙ্গী। এর সফল ব্যবহার নিশ্চিত করতে হবে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) মাযহারুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এই মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ তথ্য সেবা কেন্দ্রের সাথে সংশ্লিষ্টরা অংশ নেয়। তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ এই মেলায় ১০টি ষ্টল স্থান পায়। পরে ইন্টারনেট বিষয়ক কুইজ প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।


শেয়ার করুন