সম্মিলিত সাংস্কৃতিক জোটের আলোর মিছিল

DSCF8263
বার্তা পরিবেশক:
এসএসসি পরীক্ষার সময় হরতাল এবং সারাদেশে সন্ত্রাস-নৈরাজ্য-বোমা মেরে মানুষ হত্যার প্রতিবাদে সম্মিলিত সাংস্কৃতিক সাংস্কৃতিক কক্সবাজার জেলা শাখা আলোর মিছিল ও প্রতিবাদ সভা করেছে। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আলোর মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুণরায় শহীদ মিনারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজার জেলা শাখার সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, এড. তাপস রক্ষিত, নজিবুল ইসলাম, জাহেদ সরওয়ার সোহেল, কল্যা পাল, খোরশেদ আলম, আবুল কাশেম বাবু, করিম উল্লাহ, সালাহ উদ্দিন সেতু, রিদুয়ান আলী, কায়সারুল হক জুয়েল, এবি সিদ্দিক খোকন, ওয়াহিদ মুরাদ সুমন, রবিউল ইসলাম সাহেদ, আবু তাহের আজাদ, হিল্লোল দাশ, মনির মোবারক, আশুতোষ রুদ্র। এসময় সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন, জেলা উদীচীর সভাপতি ফজলুল কাদের চৌধুরী, সাধারণ সম্পাদক কল্যাণ পাল, কল্লোল দে চৌধুরী, নাজিম উদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয়, শ্রমিক নেতা এইচএম নজরুল ইসলাম, ছাত্রনেতা মোসাদ্দিক হোসেন আবু, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অন্তিক চক্রবর্তী, জেলা ছাত্র মৈত্রীর সভাপতি জিহাদ উদ্দিন সুজা প্রমুখ। প্রতিবাদ সভায় এস.এস.সি পরীক্ষার হরতাল আহবান করায় তীব্র নিন্দা জানানো হয়। অবরোধের নামে সারাদেশে সন্ত্রাস-নৈরাজ্য ও বোমা মেরে মানুষ মারা বন্ধ না হলে সর্বস্তরের সাধারণ জনতাকে সাথে নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে জানান সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ।


শেয়ার করুন