ঢাকা বিশ্বদ্যিালয়ে

‘সমৃদ্ধি ও বৈচিত্রে নদী পর্যটন: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনার

বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্বদ্যিালয়ের অধ্যাপক ড. হাবিবুল্লাহ সম্মেলন কক্ষে ‘সমৃদ্ধি ও বৈচিত্রে নদী পর্যটন: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক এ সেমিনারটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার।

আর সভাপতিত্ব করেন ঢাকা বিশ্বদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো: মঞ্জুরুল কিবরিয়া।

এতে বলা হয়, বাংলাদেশ নদীর দেশ। নদীকে ঘিরেই এদেশের সভ্যতা, সংস্কৃতির বিকাশ ও সচেতনার সৃষ্টি হয়েছে। নদীর সৌন্দর্য্য মানুষকে কাছে টানে চিরকাল। বাংলাদেশের প্রতিটি নদীরই রয়েছে বাহারী রূপ ও আর আলাদা সংস্কৃতি। বিশ্বের অনান্য দেশের মতো বাংলাদেশের নদীরও রয়েছে ব্যাপক পর্যটন সম্ভাবনা। এ নদীই হয়ে উঠতে পারে দেশি-বিদেশি পর্যটক আকর্ষনের কেন্দ্রবিন্দু।

সেমিনারে অনান্যের মধ্যে ড. সন্তোষ কুমার দেব, মো: মনির হোসেন, মাসুদুল হাসান জায়েদী, আকতারুজ্জামান খান কবীর, অধ্যাপক ড. আফজাল হোসেন, ড. মুজিব উদ্দিন আহমেদ, মল্লিক ফখরুল ইসলাম, একেএম আরিফ উদ্দিন, নূরুজ্জামান সিপন প্রমুখ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন