খুনিয়াপালংয়ে

সন্ত্রাসী হামলায় পল্লী বিদ্যুতের দু’প্রকৌশলী আহত

Hamla-14-01-16বার্তা পরিবেশক

সরকারের শতকরা একশত বিদ্যুতায়ন প্রকল্পের মাঠ জরিপ করতে গিয়ে দুর্বৃত্তচক্রের বেপরোয়া মারধরের শিকার হয়েছেন কক্সবাজার পল্লী বিদ্যুত সমিতির দু’প্রকৌশলী। ১১ মে দুপুর দেড়টায় রামুর খুনিয়াপালংয়ের দারিয়ারদীঘি মন্ডল পাড়ায় এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। আহত দু’প্রকৌশলী হলেন পিন্টু শর্মা ও হাবিবুর রহমান। তাদেরকে উদ্ধার করে স্থানীয়রা কক্সবাজার পল্লী বিদ্যুৎ অফিসে পৌঁছে দেয়। প্রাপ্ত তথ্যে জানা যায়-প্রধানমন্ত্রী ঘোষিত শতকরা একশত ভাগ বিদ্যুতায়ন প্রকল্পের আওতায় রামুর পিছিয়ে পড়া জনপদ খুনিয়া পালংয়ের দারিয়ারদীঘি, পূর্বপাড়া, মগচর, মন্ডলপাড়ায় ২০১৬-১৭ অর্থবছরে বিদ্যুতায়ন করার সিদ্ধান্ত নেয় কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি। সিদ্ধান্তের আলোকে গতকাল দু’প্রকৌশলী স্থানীয়দের সহায়তায় মাঠ জরিপ করতে যান। অভিযোগ রয়েছে-খুঁটির স্পট ডিজাইন করা কালে গাড়ি আরোহী ৮/৯ জন যুবক দু’প্রকৌশলীর উপর হামলে পড়ে। মন্ডলপাড়ার ফেরদৌস, আবদুল্লাহ জানান-এক জনপ্রতিনিধির নেতৃত্বে একদল সন্ত্রাসী যুবক এই হামলার ঘটনা ঘটায়। বিষয়টি নিয়ে বিদ্যুৎ বঞ্চিত তিন গ্রামের মানুষের মাঝে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। এদিকে কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির আরও তাদের দু’প্রকৌশলী কাজ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বলে নিশ্চিত করেছেন।


শেয়ার করুন