সদর আওয়ামী লীগের আতাউর রহমান খান কায়ছারের স্মরণ সভা

12141685_515831171914290_747702664551205621_nপ্রেস বিজ্ঞপ্তি :

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক রাষ্ট্রদূত জননেতা মরহুম আতাউর রহমান খান কায়ছার এর ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার সদর উপজেলা  বিকাল ৪টার সময় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক স্মরণ সভার আয়োজন করেন।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু তালেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহামুদুল করিম মাদুর পরিচালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার সদর রামু আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেন, বিএনপি-জামায়াত শেখ হাসিনার অর্জনকে নষ্ট করার জন্য, বিদেশের কাছে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য দেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র করেছে।

মাত্র অল্প ক’দিন পর দুইজন শীর্ষ পর্যায়ের যুদ্ধাপরাধীর বিচারের রায় যখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে ঠিক তখনিই বিএনপি-জামায়াত জঙ্গিবাদী শক্তি পরিকল্পিতভাবে দুইজন বিদেশী নাগরিককে হত্যা করে দেশে অরাজগ পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা চালাচ্ছে। সফল রাষ্ট্র নায়ক ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন জাতিসংঘ কর্তৃক জলবায়ু ঝুঁকি মোকাবেলায় চ্যাম্পিয়ান অব দ্যা আর্থ পুরষ্কার গ্রহণ ও ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণে পুরষ্কার গ্রহণ করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন ঠিক তেমনি সময়ে স্বাধীনতার পরাজিত শক্তিরা দেশের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছেন। আওয়ামীলীগের সকল নেতাকর্মীদের যার যার অবস্থানে থেকে পরাজিত শক্তির ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য অতন্দ্র পহরীর মত ভূমিকা রাখতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এড. সিরাজুল মোস্তফা বলেন, আতাউর রহমান কায়ছার একজন আওয়ামী লীগের আদর্শের মূর্ত প্রতীক। তার জীবন থেকে শিক্ষা নিয়ে নতুন প্রজন্মকে রাজনীতিকে ধারণ করতে হবে। তিনি আরো বলেন, পরাজিত শক্তি নতুন ভাবে ষড়যন্ত্র শুরু করেছে। তাদের সকল ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের প্রস্তুত থাকার উদাত্ত আহ্বান জানান।

স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা এড. হাবিবুর রহমান। বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি অধ্যাপক নুরুল আবছার চৌধুরী, সদর আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের, ঝিলংজা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরওয়ার আলম চৌধুরী, সাধারণ সম্পাদক কুদুরত উল্লাহ সিকদার, আওয়ামী লীগ নেতা মোঃ মহিদুল্লাহ, আতাউস সামাদ টিটু, এড. ছৈয়দ রেজাউর রহমান, সাবেক ছাত্রনেতা আবছার কামাল, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহাদাত হোসেন, জেলা ছাত্রলীগ নেতা শাহনেওয়াজ, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরশাদ মাহমুদ প্রমুখ।
স্মরণ সভায় মরহুম আতাউর রহমান খান কায়ছারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।


শেয়ার করুন