সতর্ক সূচনার পর বাংলাদেশের সাবলীল ব্যাটিং

124951_1সিরিজ জেতা হয়েছে গতম্যাচেই। প্রথম ম্যাচে ১৪৫ রানের বড় জয়ের পর দ্বিতীয় ম্যাচেও ৫৮ রানের বড় জয়। বেশ ফুরফুরে মেজাজেই রয়েছে টাইগার কাপ্তান মাশরাফির দল। এখন অপেক্ষা আরেকটি হোয়াইটওয়াশের।

সেই লক্ষ্যে সিরিজের শেষ ওয়ানডেতে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বেলা ১টায় খেলা শুরু হয়েছে।

শুরুতে সতর্ক সূচনা করেন দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস।

দু’জনেই সাবলীল ব্যাটিং করছেন। তবে সুযোগ পেলেই চড়াও হচ্ছেন সফরকারী বোলারদের ওপর।

দ্বিতীয় ওয়ানডেতে ৭৬ রান করে ম্যাচসেরা বাঁ-হাতি ইমরুল কায়েস ইতোমধ্যে তিনটি ছয় ও তিনটি চারের মারে জানান দিচ্ছেন তার দৃঢ়তার কথা।

সর্বশেষ ১২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৬০ রান। কায়েস ৩৫ ও তামিম খেলছেন ২৩ রান নিয়ে।

প্রস্তুতি ম্যাচে জিতে প্রথমে মনে হয়েছিল সিরিজটা বেশ জমাবে জিম্বাবুয়ে। কিন্তু আসল লড়াইয়ের প্রথম দুই ম্যাচে স্বাগতিকদের কাছে পাত্তাই পায়নি সফরকারীরা। এক কথায় বলতে গেলে অসহায় আত্মসমর্পণ। এখন তাদের জন্য বাকি রয়েছে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানো।

আর মাশরাফিবাহিনীর টার্গেট টানা দ্বিতীয়বার জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবানো।

গত বছরের নভেম্বর-ডিসেম্বরে ৫-০ তে সিরিজ হেরেছিল সফরকারীরা। এর আগে ২০০৬ সালে জিম্বাবুয়েকে টানা দু’বার হোয়াইটওয়াশ করার কীর্তি গড়েছিল টাইগাররা।

দেশের মাটিতে গত তিনটি সিরিজে পাকিস্তান (৩-০), ভারত (২-১) ও দক্ষিণ আফ্রিকাকে (২-১) হারানো বাংলাদেশ এখন আরও ক্ষুরধার। তাইতো হোয়াইটওয়াশেই চোখ ক্রিকেটারদের।

বুধবার ম্যাচ জিতে সিরিজ ৩-০ করাই টাইগারদের একমাত্র লক্ষ্য। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের সঙ্গে ব্যবধান কতটা বাড়ানো যায় সেটিও ভাবনায় থাকবে ক্রিকেটারদের।

প্রথম দুটি ওয়ানডেতে প্রতিরোধই গড়তে পারেনি জিম্বাবুয়ে। বাংলাদেশের দাপুটে বোলিংয়ের সামনে অসহায় মনে হয়েছে তাদের।

অধিনায়ক এলটন চিগম্বুরা অবশ্য দ্বিতীয় ওয়ানডে শেষে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন। সেটি ‘বলার জন্যই বলা’ ছিল কিনা তা বোঝা যাবে আজকের ম্যাচ শেষেই।

একদিনের ক্রিকেটে বাংলাদেশ ও জিম্বাবুয়ে এ পর্যন্ত মুখোমুখি হয়েছে ৬৬ বার। যার মধ্যে ৩৮ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ; হেরেছে ২৮ ম্যাচে।

দ্বিতীয় ওয়ানডের একাদশ নিয়েই আজ মাঠে নামতে পারে নামা হতে পারে টাইগারদের। দুই ম্যাচ হারা জিম্বাবুয়ে দলে আসতে পারে একাধিক পরিবর্তন।

ওয়ানডে সিরিজ শেষে ১৩ ও ১৫ নভেম্বর দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দু’দল। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে।

আজকের ম্যাচে বাংলাদেশ স্কোয়াড: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, ইমরুল কায়েস, মুস্তাফিজুর রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, আল-আমিন হোসেন।

জিম্বাবুয়ে স্কোয়াড: এলটন চিগম্বুরা (অধিনায়ক), চামু চিবাবা, রেজিস চাকাবা, ক্রেইগ আরভিন, উইলিয়ামস, সিকান্দার রাজা, ম্যালকম ওয়ালার, গ্রায়েম ক্রেমার, লুক জঙ্গবে, তিনাশে পেনিয়াঙ্গারা, তরাই মুজারাবানি।


শেয়ার করুন