সংগীতায়তন কার্যকরী পরিষদের মাসিক সভা

কক্সবাজার জেলার সুপ্রাচীন ও ঐতিহ্যবাহী সংগীত শিক্ষার প্রতিষ্ঠান কক্সবাজার সংগীতায়তনের মাসিক নিয়মিত কার্যকরী পরিষদের সভা গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রতিষ্ঠানের বঙ্গবন্ধু সড়কস্থ নিজস্ব ভবনে অনুষ্ঠিত হয়।
সভায় প্রতিষ্ঠানের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে ব্যাপক উৎসব মুখর পরিবেশে উদ্্যাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী আসাদুজ্জামান নুর ও সংস্কৃতি সচিব ড. রনজিত কুমার বিশ্বাসকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত হয়েছে। সভায় আবদুল মতিন আজাদকে সম্পাদক, সত্যপ্রিয় চৌধুরী দোলনকে নির্বাহ নির্বাহী সম্পাদক ও ওয়াহিদ মুরাদ সুমনকে সহাকারি সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয় প্রকাশিতব্য স্মরনিকার।
সংগঠনের সভাপতি সংগীত শিল্পী রায়হান উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ সেলিম নেওয়াজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন (জ্যৈষ্ঠতার ক্রমানুসারে নয়) আবু হায়দার ওসমানী, মুহাম্মদ আলী জিন্নাত, তাপস রক্ষিত, এ.কে ফরিদ আহমদ, আবদুল মতিন আজাদ, মোঃ শাহ আলম, সত্যপ্রিয় চৌধুরী দোলন, হারুন উর রশিদ, ওয়াহিদ মুরাদ সুমন, নাসির উদ্দিন বিপু, বিশ্বজিত ধর লালন, জুলফিকার আলী, ইলিয়াজ মামুন। জামাল উদ্দিন মনু বিশেষ আমন্ত্রনে উপস্থিত ছিলেন।


শেয়ার করুন