‘ষোড়শ সংশোধনীর রায় থেকে দৃষ্টি ফেরাতেই ফরহাদ মজহারকে অপহরণ’

আরটিএনএন

ঢাকা: সরকার ষোড়শ সংশোধীনর রায় থেকে জনগণের দৃষ্টি সরাতেই বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও বুদ্ধিজীবী ফরহাদ মজহারকে অপহরণের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে যে রায় দেয়া হয়েছে এতে জনগণের বিজয় হয়েছে। এ রায় থেকে জনগণের দৃষ্টিকে সরাতেই ফরহাদ মজহারকে অপহরণ করা হয়েছিল।

ফখরুল আরো বলেন, সরকার বেসামাল হয়ে মিথ্যা মামলা গুম, হুমকির মাধ্যেমে বিরোধী মতকে কোণঠাসা করে রাখা হচ্ছে।


শেয়ার করুন