শুভ আষাঢ়ী পূর্ণিমা : শহরে বৌদ্ধ মন্দির গুলোতে পূজার্থীদের ভীড়

13819408_1143484742363825_1051150740_nএম.এ আজিজ রাসেল :

ধর্মীয় ভাবগাম্ভীর্যতার মধ্য দিয়ে পালিত হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের শুভ আষাঢ়ী পূর্ণিমায়। ১৯ জুলাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বৌদ্ধ মন্দির গুলোতে ভীড় করে পূজার্থীরা। বিকেলে কেন্দ্রীয় মাহাসিংদোগ্রীর অ¹্যমেধা, বড় ক্যাং, পিটাকেট, চেন্দামেজু, জিদারাম ও মোহাজেরপাড়া মন্দির ঘুরে দেখা যায়, টানা তিন মাস বর্ষাবাসের ব্রতের প্রত্যয় নিয়ে সকলে আত্মশুদ্ধির জন্য প্রার্থনা করেন। এসময় মন্দির প্রাঙ্গণ মিলনমেলায় পরিণত হয়। সকলে একে অপরের সাথে কৌশল বিনিময় করেন। অনেকেই গ্রহণ করে পবিত্র অষ্টশীল। ধর্মীয় গুরুরা আষাঢ়ী পূর্ণিমা নিয়ে বিশদ আলোকপাত করেন। বাংলাদেশ রাখাইন স্টুডেন্ট কাউন্সিলের জ জ, জ জ ইয়ুদি, হাপু, মংসিয়ে, চ লাইন, ওয়ানশে, ববি ও জওয়ান জানান, আষাঢ়ী পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ দিনে আমাদের সকল পূণ্যকর্মের আয়োজন শুরু হয়। এ মাসে আমাদের নিয়মিত ধর্মকাজে উৎসাহ বাড়ে। তাই আমাদের সচেতন হওয়ার এখনই সময়। সকলের উচিত ধর্মীয় কাজে নিজেকে ডুবিয়ে রাখা। রামু কেন্দ্রীয় সীমা বিহারের সহকারী পরিচালক অধ্যক্ষ প্রজ্ঞানন্দ ভিক্ষু জানান, বুদ্ধ বলেছেন, আগে আচরি ধর্ম পরে অপরকে শেখাও। তাই নিজেদের সব সময় ধর্মীয় কাজে যুক্ত রাখতে হবে। আষাঢ়ী পূর্ণিমা থেকে শিক্ষা নিয়ে প্রতিনিয়ত অষ্টশীল প্রতিপালন, ধ্যানানুশীলনসহ বিবিধ কুশলকর্মে সর্বদা নিয়োজিত থাকার জন্য মনে মনে সংকল্পবদ্ধ হই।
এদিকে শহরছাড়াও জেলার রামু, উখিয়া, টেকনাফ, চকরিয়া, মহেশখালী, পেকুয়া ও কুতুবদিয়ায় যথাযথ ভাবে পালন করা হয়েছে শুভ আষাঢ়ী পূর্ণিমা।


শেয়ার করুন