শিয়া সমাবেশে হামলার দায় স্বীকার আইএসের

123317_1ঢাকায় আশুরা উপলক্ষে শিয়াদের তাজিয়া মিছিলের প্রস্তুতি চলার সময় বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছে ইসলামিক স্টেট।

জঙ্গি গোষ্ঠীর ওপর নজরদারি করে এমন একটি ওয়েবসাইট ‘সাইট’ এ খবর দিয়েছে।

রয়টার্স, এপি, বিবিসি ও নিউইয়র্ক টাইমসসহ বহু সংবাদ সংস্থা ও গণমাধ্যম এ খবর দিয়েছে।

এতে ইসলামী জঙ্গি কার্যকলাপের ওপর নজরদারি চালানো ওয়েবভিত্তিক প্রতিষ্ঠান ‘সাইট’ ইসলামি স্টেটকে উদ্ধৃত করে বলেছে ‘বাংলাদেশ খেলাফতের যোদ্ধারা বহু-ঈশ্বরবাদী আচার’ পালনের সময় বিস্ফোরক হামলা চালিয়েছে।

শুক্রবার গভীর রাতের ওই বোমা হামলায় ১৫ বছরের এক কিশোর নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন শতাধিক লোক।

তবে সরকারের পক্ষ থেকে প্রায় ৫০ জনের মত মানুষের আহত হওয়ার কথা বলা হচ্ছে।

ঢাকার হোসেনী দালান চত্বরে শুক্রবার দিবাগত রাত দু’টার দিকে এই হামলা ঘটে।

প্রায় ৪০০ বছরের মধ্যে বাংলাদেশে এই প্রথম তাজিয়া মিছিলে বোমা হামলার ঘটনা ঘটলো।

পুলিশ দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে বলে জানিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের আইজি এ এক এম শহীদুল হক, হামলায় জঙ্গি সংশ্লিষ্টতার কথা নাকচ একে পরিকল্পিত হত্যা বলে দাবি করেছেন।

আইজিপি একথাও বলেছেন যে এটা ‘স্বাধীনতাবিরোধীদের’ কাজ হতে পারে।

আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে বাংলাদেশকে অস্থিতিশীল করা জন্যে একটি ষড়যন্ত্র চলছে, তারই অংশ হিসেবে এই হামলা হয়েছে।

এর আগে ঢাকা ও রংপুরে যথাক্রমে এক ইতালীয় এবং এক জাপানি নাগরিককে হত্যার পর বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ জঙ্গি সংগঠন আইএস দায় স্বীকার করলেও সরকারের পক্ষ থেকে তা নাকচ করে দেয়া হয়েছে এবং ওই দুই হত্যাকাণ্ডের জন্য বিএনপি ও জামায়াতকে দায়ী করা হচ্ছে।

শিয়া সমাবেশে হামলার জন্য আওয়ামী লীগ নেতারা বিএনপি-জামায়াতকে দায়ী করেছেন। তবে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী মনে করেন যে এটি একটি ‘সন্ত্রাসী কাজ’ এবং তিনি বলেন এই ঘটনার জন্যে দায়ীদের ছাড়া যাবে না।

–আরটিএনএন


শেয়ার করুন