শিশুদের জন্য পরিবেশ সচেতনতার কর্মসূচি পালন করল কক্সবাজার নদী পরিব্রাজক দল

নিজস্ব প্রতিবেদকঃ 

পরিবেশ ও নদীভিত্তিক সংগঠন বাংলাদেশ নদী পরিব্রাজক দল কক্সবাজার জেলা শাখার উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে ৫ জুন কক্সবাজার শহরতলীর দরিয়ানগরে শিশুদের জন্য এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নদী পরিব্রাজক দল কক্সবাজার জেলা শাখার সভাপতি এডভোকেট আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াছ মিয়া’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ও পরিবেশ গবেষক আহমদ গিয়াস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নদী পরিব্রাজক দলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি সরওয়ার সাঈদ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা কমিটির সেক্রেটারি শামসুল আলম শ্রাবণ।

বক্তব্য রাখেন দরিয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজমেন্ট কমিটির সভাপতি আবু ফরহাদ বোখারি।

এতে উপস্থিত ছিলেন নদী পরিব্রাজক দল কক্সবাজার এর সহ-সভাপতি মোহাম্মদ তুহিন , যুগ্ম- সম্পাদক মাহমুদুল হাসান নোমান, বীচ টিভির সিইও মোঃ রফিকুল ইসলাম সোহেল, দপ্তর সম্পাদক হেলাল উদ্দিন, সদস্য হুমূয়ুন কবির সিকদার, আবু মূসা, সমাজসেবক হাজী আব্দুল খালেক প্রমূখ।

বক্তারা এতে ইকোসিস্টেম রিস্টোরেশন এর জন্য সামষ্টিক কর্মপ্রয়াসের জন্য আহবান জানান। তারা বলেন, সারাবিশ্বের করোনা সংকট ও পরিবেশগত বিপর্যয়ের কারনে মানবজাতির বিলুপ্তি অবশ্যাম্ভবী।

বক্তারা সকল পর্যায়ের জনগণকে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসার জন্য আহবান জানিয়েছেন।


শেয়ার করুন