শিশু,কিশোরীও মা’দের সঠিক পুষ্টি নিশ্চয়তার লক্ষে রামুতে ব্রাক এর আয়োজনে সচেতনমুলক সভা

8প্রেস বিজ্ঞপ্তি ৥

জন্ম থেকে ৬ মাস পর্যন্ত শিশুকে শুধু বুকের দুধ খাওয়ান প্রতিটি মাকে এই পরামর্শের মাধ্যমে শিশুদের ও স্বাস্থ্য শিক্ষা জোরদারের মাধ্যমে কিশোরী ও মা’দের সঠিক পুষ্টি নিশ্চয়তার আহ্বান জানিয়ে রামু স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭ জানুয়ারী মঙ্গলবার ব্রাক এর আয়োজনে স্বাস্থ্যকর্মীদের অংশগ্রহনে এক সচেতনমুলক সভা অনুষ্ঠিত হয়। এতে রিসোর্স পার্সন ছিলেন রামু উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আখতারুল ইসলাম। সঞ্চালক ছিলেন ব্রাক স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচীর রামু উপজেলার কর্মসূচী সংগঠক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আলোচক ছিলেন স্বাস্থ্য পরিদর্শক বিপ্লব বড়–য়া, স্যানিটরী ইন্সপেক্টর মাহতাব উদ্দিন, সাংবাদিক দর্পণ বড়ুয়া, সিনিয়র স্টাফ নার্স ডলি বিশ্বাস, ফার্মাসিষ্ট সমর শর্মা ও এ এইচ আই শফিউল আজম প্রমুখ। এদিকে সভা চলাকালীন সময়ে বাংলাদেশ ইন্সপেক্টর সেক্টেরেল এসোসিয়েশন (বীসা) এর কেন্দ্রীয় সাধারন সম্পাদক এস. এম. আমিনুল ইসলাম এর সড়ক দূর্ঘটনাজনিত মৃত্যুর খবর পৌঁছলে তাৎক্ষনিকভাবে গভীর শোক প্রকাশ করে একটি সভা করা হয়।


শেয়ার করুন