উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই- কমল

শিকলঘাট সেতু ও চাইন্দা-রাজারকুল সড়ক উদ্বোধন

indexখালেদ হোসেন টাপু, রামু :

কক্সবাজারের রামু উপজেলায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত শিকলঘাট বেইলি সেতু উদ্বোধন করেছেন আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এম,পি। ১৩ নভেম্বর শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে রামু-মরিচ্যা পুরাতন আরকান সড়কের বাঁকখালী নদীর উপর নির্মিত সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

একই সাথে ৮ কিলোমিটার চাইন্দা-রাজারকুল পাকা সড়কও উদ্বোধন করেন সংসদ সদস্য কমল। দীর্ঘদিনের প্রত্যাশিত স্বপ্নের বাস্তবায়ন হওয়ায় রাজারকুল ইউনিয়নবাসীর মাঝে ব্যাপক আনন্দ-উল্লাস দেখা দেয়।

এর আগে এম,পি কমল শিকলঘাটা সেতু এলাকায় পৌঁছুলে হাজারো কর্মী-সমর্থকরা বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে ও করতালি দিয়ে তাকে স্বাগত জানান ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। সাংসদের আগমনে আগে থেকেই ওই এলাকার সাধারণ মানুষের মাঝে প্রাণচাঞ্চল্যতা দেখা দেয়। শিকলঘাট থেকে শুরু করে রেঞ্জ অফিস পর্যন্ত রামু-মরিচ্যা সড়কের আশপাশে অর্ধশতাধিক ব্যানার-ফেষ্টুন-তোরণ নির্মাণ করা হয়। ফলে রঙিন সাজে সজ্জিত হয় এলাকাটি।

বেইলি সেতু ও চাইন্দা-রাজারকুল সড়ক উদ্বোধন শেষে উপজেলার রাজারকুল রেঞ্জ অফিস মাঠে আয়োজিত জনসভায় যোগ দেন এম,পি কমল। এতে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এম,পি বলেন, ‘‘বর্তমান সরকারের আমলে কক্সবাজার-রামুর প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক উন্নয়ন হচ্ছে। এ উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে হলে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি’’।

তিনি যোগ করেন- ‘উন্নয়নের পূর্বশর্ত যোগাযোগ। যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানোর মধ্য দিয়ে কক্সবাজার-রামুকে সারাদেশ তথা বিশ্বের কাছে একটি পরিপূর্ণ ও নিরাপদ পর্যটন নগরী হিসেবে গড়ে তুলছে সরকার।

রাজারকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগ নেতা জাফর আলম চৌধুরীর সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম, কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন, চাকমারকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন কোম্পানি, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদুল আলম, মুক্তিযোদ্ধা মাষ্টার ফরিদ আহমদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি, উপজেলা সভাপতি এডভোকেট মোজাফ্ফর আহমদ হেলালী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক নুরাল হেলাল, জেলা প্রজন্মলীগ সভাপতি শাহনেওয়াজ আবু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, উপজেলা বৌদ্ধ সমিতির সভাপতি স্বপন বড়ুয়া (এমইউপি), সাংসদের ব্যক্তিগত সহকারী মো. আবু বক্কর ছিদ্দিক।

উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রাজারকুল ইউনিয়ন উন্নয়ন বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক সাহেদুল হক আনছারী। আরো বক্তব্য রাখেন জেলা যুবলীগ নেতা পলক বড়ুয়া আপ্পু, মাসুদুর রহমান মাসুদ, মৎসজীবিলীগের সহ-সভাপতি আনছারুল হক ভুট্টো, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. ওসমান গণি, রামু বণিক সমিতির সদস্য আজিজুল হক আজিজ, উপজেলা কৃষকলীগ সদস্য সচিব মো. ইউনুছ, উপজেলা ছাত্রলীগ নেতা রাশেদ আলী, সাদ্দাম হোসেন ও মাশেকুর রহমান প্রমূখ।


শেয়ার করুন