শাহজালালে বিশেষ সতর্কতা জারি, দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

123489_1সিটিএন ডেস্ক :

সাম্প্রতিক কয়েকটি হামলা ও হত্যাকাণ্ডের পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশের প্রধান বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

এর অংশ হিসেবে যাত্রীদের কঠোর তল্লাশিসহ দর্শনার্থীদের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সম্প্রতি দেশে কয়েকটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

ঢাকা ও রংপুরে দুই বিদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে। এরপর ঢাকায় দুর্বৃত্তদের গুলিতে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। সর্বশেষ পুরনো ঢাকার হোসেনি দালানে এক শিয়া সমাবেশে বোমা হামলায় এক কিশোর নিহত এবং বহু লোক আহত হয়েছে।

বিমানবন্দরের পরিচালক জাকির হাসান বলেন, সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতরাত থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ব্যবস্থা অব্যাহত থাকবে।

বিমানবন্দরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে আসা খবরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, এ খবর ঠিক নয়। নিরাপত্তার স্বার্থেই সতর্কতা বাড়ানো হয়েছে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।


শেয়ার করুন