শাপলাপুরে কিশোরী অপহরণ

unnamedহারুনর রশিদ, মহেশখালী :

মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে কিশোরী অপহরণ হওয়ার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে মহেশখালী থানায় জিডি করছেন অপহৃতার পিতা নাছির উদ্দিন। ঘটনাটি ঘটেছে ৬ অক্টোম্বর সন্ধ্যা ৬টার সময় উপজেলার শাপলাপুর ইউনিয়নের মৌলভীকাটা এলাকায়।

থানায় দায়ের করা জিডি সূত্রের জানা যায়, একই এলাকার আবদু শুক্কুর, ছৈয়দ নুর, ফেরদৌস ও লেড়াইয়ার নেতৃত্বে ১২ সেপ্টেম্বর কিশোরী শাহানা আক্তারকে অপহরণ করে অজানা উদ্দেশ্যে নিয়ে যায়। ওই ঘটনাটির বিষয়ে অপহৃতার পিতা নাছির উদ্দিন স্থানীয় গন্যমান্য লোকজন ও প্রশাসনকে অবহিত করে। নিরুপায় হয়ে ১৪ সেপ্টেম্বর মহেশখালী থানায় অপহৃতার পিতা এজাহার দায়ের করে এবং মহেশখালী থানায় ওই তারিখে মামলা রুজু হয়। যার মহেশখালী থানার মামলা নং- ১১। পরবর্তীতে প্রশাসনের সহযোগিতায় নাছির উদ্দিনের অপহৃতা মেয়ে শাহানা আক্তারকে ২১ সেপ্টেম্বর কক্সবাজার জেলা সদরের বৈদ্যঘোনা নামক এলাকা হতে উদ্ধার করে মহেশখালী থানায় নিয়ে আসে। অতপর ডাক্তারী পরীক্ষা সহ মাননীয় বিজ্ঞ আদালতে ২২ ধারার জবানবন্দি লিপিবদ্ধ করণের কাজ সম্পন্ন হয়। ইহাতে মামলার আসামীরা ফেসে যাবে বুঝতে পেরে ৬ অক্টোবর সন্ধ্যা ৬ টায় শাহানা আক্তার চাচার বাড়ীতে যাওয়ার সময় আবারো অপহরণ করে অজানা উদ্দেশ্যে নিয়ে যায়। ওই ঘটনায় অপহৃতার পিতা বাদী হয়ে ৭ অক্টোবর মহেশখালী থানায় অভিযুক্ত আব্দু শুক্কুরকে প্রধান আসামী করে ৪ জনের বিরুদ্ধে সাধারণ ডায়রী দায়ের করেন।

যার সাধারণ ডায়রী নং- ২৬২। বর্তমানে অপহৃতা শাহানা আক্তারের পরিবারের লোকজন আসামীদের হুমকি ধমকীতে নিরাপত্তাহীনতায় ভূগছে।
এ ব্যাপারে অভিযুক্ত আসামীদের কাছে মোঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইল রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


শেয়ার করুন