শহীদদের নিয়ে মন্তব্য: খালেদার বাসভবন ঘেরাও

10_101155সিটিএন ডেস্ক:
মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য প্রত্যাহারের দাবিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন ঘেরাও করতে জড়ো হয়েছেন ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’ নামে একটি সংগঠনের কর্মীরা।

সকাল সাড়ে ১০টার দিকে তারা গুলশান-২ এ জড়ো হয়ে খালেদার বাসভবনের দিকে রওনা হওয়ার চেষ্টা করছেন। তবে পুলিশি বাধায় এখনো তারা যেতে পারেননি। নেতা-কর্মীদের অবস্থানের আশেপাশে পুলিশ মোতায়েন আছে।

একই ইস্যুতে এর আগেও খালেদা জিয়ার বাসভবন ঘেরাও কর্মসূচি করতে দেয়নি পুলিশ। গুলশান-২ নম্বর গোলচত্ত্বর এলাকাতেই একাধিকবার বিক্ষোভকারীদের আটকে দিয়েছে পুলিশ।

সম্প্রতি রাজধানীতে এক আলোচনা সভায় খালেদা জিয়া বলেছিলেন, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে। তার এই মন্তব্যে সমালোচনার ঝড় উঠলেও বিএনপি নেতারা কথা বলছেন একই সুরে। তারা দাবি তুলছেন শহীদের তালিকা করার। স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আরও একধাপ বাড়িয়ে শহীদ বুদ্ধিজীবীরা নির্বোধের মতো মরেছেন দাবি করে কেন তাদেরকে সম্মান জানানো হয় সে প্রশ্ন তুলেছেন।

‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’ এর কর্মীরা বলছেন, মুক্তিযুদ্ধ ও শহীদদের নিয়ে এমন অবমাননাকর বক্তব্য দিলে তাদেরকে সাজা দিতে হবে। খালেদা জিয়াকে বক্তব্য প্রত্যাহারের আহ্বানের পাশাপাশি বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেপ্তার, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিকারীদের আইনের আওতায় এনে তাদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি করছেন তারা।

শহীদদের নিয়ে খালেদা জিয়ার মন্তব্যের প্রতিক্রিয়ায় খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে। তাকে ৩ মার্চ আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করা হয়েছে। সে সমন খালেদা জিয়ার বাসায় টানিয়ে নিয়েছে পুলিশ।


শেয়ার করুন