শহরে ঝুড়ে ডেন্টাল কেয়ার নামে প্রতারণা

A portrait of a dental assistant smiling at the camera with the dentist working in the background

মো.জসীম উদ্দীন:
কক্সবাজার শহরে ডেন্টাল কেয়ার নাম দিয়ে প্রতারণা করে আসছে এক শ্রেণীর প্রতারক চক্র। সংশ্লিষ্ট প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে, বছরের পর বছর ধরে শহরের  বিভিন্ন অলিগলিতে নামে বেনামে রং বি রংগের বেনার চাইনবোর্ড ঝুলিয়ে রখেছে প্রকাশ্য । জেলা উপজেলা থেকে সহজ-সরল মানুষের মাঝে চক্রটি প্রতারণা চালিয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শহরের লালদিঘীর পাড়, ফায়ার সার্ভিসের সামনে হাসপাতাল সড়ক, হানাখা মসজিদের সড়ক জুড়ে অংক ডেন্টাল কেয়ার রয়েছে । এমন ভোগান্তির শিকার হয়েছে টেকনাফের বাসিন্দা আয়াজ। তিনি বলেন, শহরের বাজারঘাটা এলাকায় অবস্থিত কেয়ার ওয়েল ডেন্টাল কেয়ার নামে একটি প্রতিষ্টানে ৮হাজার টাকার বিনিময়ে দন্ত চিকিৎসা করেন। কিছুদিন যেতে না যেতে চিকিৎসা নেয়া দাঁতগুলো উঠে যায়। বিষয়টি ভূয়া ডাক্তার নামধারী রবিউল হাসানকে অবগত করলে তিনি বলেন, চিকিৎসা ফের করলে টাকা প্রয়োজন হবে। রবিউল হাসান নামে এক ভূয়া ডাক্তার আয়াজকে বলেন, আপনাকে টাকা দিয়ে গ্যারান্টি সহ কারে চিকিৎসা করেছি। কিন্তু ওই ডাক্তার  টাকা ছাড়া চিকিৎসা না করায় বিষয়টি আয়াজ সংবাদকর্মীদের অবগত করে নিজবাড়ি চলে যান। অন্যদিকে অভিযুক্ত ডেন্টাল কেয়ার এর মালিক ঈদগাঁও এলাকার বাসিন্দা রবিউল হাসান এর বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি সংবাদকর্মীদের বলেন, তার চেম্বারে ভাল ডাক্তার রয়েছে, কিন্তু তার চেম্বারে কোন ডাক্তার নেই বলে জানান । এলাকার স্থানীয় ব্যবসায়ীরা। অথচ তিনি ডাক্তারের নাম দিয়ে ভিজিটিং কার্ড তৈরী করে চিকিৎসা করতে আসা  ভুক্তভোগিদের মাঝে বিতরণ করে সুত্র জানিয়েছে, উক্ত ডেন্টাল কেয়ারে বিভিন্ন সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে জরিমানা করে। অল্প শিক্ষিত বখাটে রবিউল মোবাইল কোর্টের ভয়ে কিছুদিন গাঁ ঢাকা দিয়ে থাকলে ও। পরে প্রশাসনের পক্ষ থেকে পরিবেশ শান্ত হলে চেম্বারে এসে ফের অপকর্মসহ ভূয়া চিকিৎসা চালিয়ে যান রবিউল হাসান। তবে সাধারণ মানুষ থেকে প্রতারণার আশ্রয় নিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন ভূয়া ডাক্তার রবিউল হাসান । অপরদিকে প্রতারণার পাশাপাশি রবিউল ডেন্টাল কেয়ার নাম ব্যবহার করে দীর্ঘদিন যাবৎ শহরে নানা অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছে। এসব অনুমোদনহীন অবৈধ প্রতিষ্ঠান গুলোকে আইনের অলতায় আনে সাস্তী দেওয়া হোক পাশে পাশি প্রশাসনের সহযোগিতা কামনা করেন ব্যবসায়ীরা।


শেয়ার করুন