শরনার্থী ক্যাম্পের শীর্ষ মানবপাচারকারী লাদেন গ্রেপ্তার

downloadআমান উল্লাহ আমান, টেকনাফ
টেকনাফে হ্নীলার মোচনী নয়াপাড়া রোহিঙ্গা শরনার্থী শিবিরের তালিকাভুক্ত শীর্ষ মানবপাচাকারী আব্দুর রাজ্জাক ওরফে লাদেনকে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে। উক্ত মানবপাচারকারী ক্যাম্পের এইচ ব্লকের ৫নং রুমের ৬৭৩নং শেডের বাসিন্দা মৃত ইন্নামিনের ছেলে বলে জানাগেছে। সুত্র জানায়, ৮ জুলাই বুধবার দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কৌশলে রেশন নেওয়ার প্রাক্কালে কর্মকর্তা-কর্মচারীরা লাদেনকে আটক করতে সক্ষম হয়। স্থানীয় সুত্র জানায়, আব্দুর রাজ্জাক লাদেন, মাহমুদুল হাসান, জাফর, মিনারা বেগম, হাবিব উল্লাহ, হারুন, ছাবু, আব্দুল হাফেজ, রশিদুল্লাহ, নুুরুল বশর, শাহ আলম, দাড়ি মাআচ্ছালাম, কালা শুক্কুর, নাজিম উদ্দিন ও ইতিপূর্বে বন্দুক যুদ্ধে নিহত আমান উল্লাহ আনুর নেতৃত্বে বিশাল একটি সিন্ডিকেট টেকনাফ সীমান্ত দিয়ে মুলত সমুদ্র পথে মানবপাচারের করেছিল। ক্যাম্প নিয়ন্ত্রণে নিয়োজিত কতিপয় কর্মকর্তা-কর্মচারীর সহযোগীতায় সিন্ডিকেটটি অর্ধযুগ ধরে নিরবে মানবপাচার করে আসলেও এতদিন ধরাছোঁয়ার বাইরে ছিল। এদিকে গেল ৮জুন ভোর রাতে বন্দুক যুদ্ধে চক্রটির প্রধান আমান উল্লাহ আনু নিহত হওয়ার পর থেকে অপরাপর সদস্যরা গা ঢাকা দেয়। মানবপাচারের মূল হোতারা দীর্ঘদিন পালিয়ে বেড়ালেও চলতি সপ্তাহে আবারো ক্যাম্পে জড়ো হতে থাকে। মানব খেকো মানবপাচার সিন্ডিকেটের সেকেন্ড ইন কমান্ড দালাল লাদেনকে গ্রেপ্তার করায় ভুক্তভোগী লোকজন ক্যাম্প ইনচার্জকে সাধুবাদ জানিয়েছেন। নয়াপাড়া শরনার্থী শিবিরের ক্যাম্প ইনচার্জ মোঃ জালাল উদ্দিন সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, মানবপাচারের অভিযোগে আব্দুর রাজ্জাক লাদেনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকী দালালদেরও গ্রেপ্তারে প্রশাসনিক অভিযান অব্যাহত থাকবে। মোচনী ক্যাম্পকে ইয়াবা এবং পাচারমুক্ত করা হবে।


শেয়ার করুন