শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের উত্তরাঞ্চল হোক্কাইডো।

ডেস্ক নিউজঃ

শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ২৭ মিনিটে হোক্কাইডো প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে।

যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে এবং জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি রিখটার স্কেলে ৬.১ মাত্রার ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে।

হঠাৎ ভূমিকম্পে দেশটির উপকূলীয় শহর কুশিরো ও নেমুরোকে কেঁপে উঠে। বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, জাপানে মাঝে মধ্যেই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্প কাটিয়ে ওঠার জন্য এ দেশে নির্মাণ কাজে কঠোর আইন মেনে চলা হয়। এমন কী ভূমিকম্পের প্রস্তুতির জন্য জাপানে জরুরি ভিত্তিতে নিয়ম করে ড্রিল করা হয়। মাত্র কয়েক দিন আগে ৬ ফেব্রুয়ারি ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক-সিরিয়া। ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৮। ভূমিকম্পে মৃতের সংখ্যা ছিল ৫০ হাজারের কাছাকাছি। এবার ভূমিকম্প অনুভূত হল জাপানে।


শেয়ার করুন