তুমব্রু গহীণ অরণ্য থেকে ৬টি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার

লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে দু:সাহসিকতার পরিচয় দিয়েছে র‌্যাব -স্বরাষ্ট্রমন্ত্রী

pic-ukhiya01032017এস.আজাদ,উখিয়া প্রতিনিধি :
টেকনাফ আনসার ক্যাম্প থেকে লুট হওয়া ৬ অস্ত্র উখিয়ার টিভি র‌্যালি কেন্দ্রের পূর্বের পাশের্^র ঘুমধুম তুমব্রু পশ্চিমকুল গহীন পাহাড়ী এলাকা থেকে উদ্ধার করেছে র‌্যাব-৭। বুধবার সকালে এসব অস্ত্র (এসএমজি এবং রাইফেল) উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় উখিয়ার কুতুপালং এলাকার রোহিঙ্গা শরণার্থী শিবির সংলগ্ন এলাকা থেকে অস্ত্র লুটের ঘটনার মূল হোতা নুরুল আলম গ্রেফতার করা হয়। সে মিয়ানমারের মংডু আকিয়াব উপজেলার বাসিন্দা। পরে তাকে নিয়েই র‌্যাব সদস্যরা অস্ত্র উদ্ধার অভিযানে চালায় র‌্যাব-৭।
বুধবার দুপুর আড়াই টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ঘটনাস্থল সীমান্তের গহীন অরণ্যে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু পশ্চিমকূল এলাকায় সাংবাদিকদের প্রেস ব্রিফিংকালে বলেন, ২০১৬ সালের ১২ মে টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত সশস্ত্র আনসার ব্যারেকে একদল রোহিঙ্গা সন্ত্রাসীর হামলায় আনসারের পিসি আবুল হোছন নিহত হয়। এসময় সন্ত্রাসীরা আনসারের ১১টি অস্ত্র ও ৬৭০ রাউন্ড গোলাবারুদ লুটপাট করে নিয়ে যায়। সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উদ্ধারকৃত ৬টি (এসএমজি এবং রাইফেল) অস্ত্র আনসার ক্যাম্প থেকে লুণ্ঠিত অস্ত্র বলে সনাক্ত করা হয়েছে। এর আগে ১০ জানুয়ারী তুমব্রু গহীণ অরণ্য থেকে র‌্যাব-৭ এর সদস্যরা লুণ্ঠিত অস্ত্রের মধ্য থেকে ১টি এসএমজি, ৪টি চাইনিজ রাইফেল সহ ৫টি অস্ত্র ও ১৮৯ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছিল। আনসার ক্যাম্পের লুণ্ঠিত সমস্ত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হওয়ায় তিনি অস্ত্র উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষনা করেন এবং র‌্যাবের এমন দু:সাহসিক অভিযানের প্রশংসা করেন। রোহিঙ্গারা এদেশের জন্য হুমকি কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবের মন্ত্রী সাংবাদিকদের বলেন, রোহিঙ্গাদের মানবিক দৃষ্টিকোণ থেকে আমাদের সরকার এদেশে আশ্রয় দিয়েছে। সেদেশের পরিবেশ স্বাভাবিক হলে তাদেরকে অবশ্যই ফেরত পাঠানো হবে। ঠেঙ্গাচরের বিষয়ে মন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের ঠেঙ্গাচরে নিয়ে যাওয়ার যে চিন্তা ভাবনা করছেন তাও একটি মহতি উদ্যোগ। বসবাসের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হবে। এসময় উপস্থিত ছিলেন, র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমদ ও আনসার ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল মোঃ মিজানুর রহমান খান বলেন, কক্সবাজার পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন, ৩৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল ইমরান উল্লাহ সরকার, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম সরওয়ার কামাল, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঈন উদ্দিন। প্রেস ব্রিফিং শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বেলা ৩টার সময় হেলিকপ্টার যুগে ঢাকা উদ্দেশ্যে রওয়ানা হন।


শেয়ার করুন