জামিন আবেদন নামঞ্জুর

লিটনকে আত্মসমর্পণের নির্দেশ

122234_1সিটিএন ডেস্ক :

শিশু শাহাদাত হোসেন সৌরভকে গুলিবিদ্ধ করার মামলায় গাইবান্ধার আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের জামিন আবেদন নামঞ্জুর করেছে হাইকোর্ট।

লিটনকে ১৮ অক্টোবরের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার দুপুরে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এই আদেশ দেয়।

এর আগে সোমবার সকালে এমপি লিটনের আগাম জামিন আবেদনের ওপর শুনানি শুরু হলে হাইকোর্ট লিটনকে বেলা ১টায় শুনানিতে হাজির করার নির্দেশ দেয়।

আদালতের নির্দেশ অনুসারে লিটন হাজির হলে শুনানি শেষে এই আদেশ দেয়া হয়।

এতে লিটনের আইনজীবী ছিলেন মোকছেদুল ইসলাম।

গত ২ অক্টোবর সকালে গাইবান্ধা-১ আসন (সুন্দরগঞ্জ) থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন মাতাল অবস্থায় শিশু সৌরভের পায়ে গুলি করেন।

সৌরভ সুন্দরগঞ্জ উপজেলার গোপালচরণ এলাকার সাজু মিয়ার ছেলে এবং স্থানীয় গোপাল চরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

ওই ঘটনায় ৩ অক্টোবর রাতে সৌরভের বাবা সাজু মিয়া বাদী হয়ে এমপি লিটনকে একমাত্র আসামি করে একটি মামলা দায়ের করেন।

মামলার পর থেকে আত্মগোপনে যান লিটন। তাকে পুলিশ গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করে নানা কর্মসূচিও পালিত হয় গাইবান্ধায়।

এমপি লিটন এর আগেও নানা ‘অপকর্ম’ করেছেন বলে তার দলের নেতারাই অভিযোগ করেছেন। তার এমপি পদ বাতিলেরও দাবি তুলেছেন স্থানীয়রা।

এই পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন নিজে থেকে ধরা না দিলে তাকে খুঁজে বের করে গ্রেপ্তার করা হবে।


শেয়ার করুন