লাল কার্ড দেখানোয় রেফারিকে গুলি করে হত্যা!

ref-killed-picture_1সিটিএন ডেস্ক

ফুটবল ম্যাচে কোন খেলোয়াড় অখেলোয়াড়সুলভ আচরণ করলে রেফারি কার্ড দেখাবে এটাই স্বাভাবিক। আর তাতে সেই ফুটবলারের মন কিছুটা খারাপ হতেই পারে। তাই বলে কি ক্ষুব্ধ হয়ে রেফারিকে মেরে ফেলা যায়! এমনই এক কাণ্ড ঘটেছে আর্জেন্টিনায়।
রোববার কর্ডোভায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটান তরুণ এক ফুটবলার। প্রতিপক্ষ এক খেলোয়াড়কে নিয়ম বহির্ভূতভাবে ট্যাকল করায় লাল কার্ড দেখানোর ১ মিনিটের মধ্যে রেফারিকে গুলি করে খুন করেন খেলোয়াড়টি। এই ঘটনায় ওয়াল্টার জারাতে নামক অপর এক ফুটবলার গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তবে তিনি আশঙ্কামুক্ত বলেই জানিয়েছেন গোলডটকম।
পুলিশ সূত্রে জানা গেছে, ৪৮ বছর বয়সী রেফারি সিজার ফ্লোরেসকে তিনটি গুলি করা হয় এবং তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। মাথা, ঘাড় ও বুকে গুলিগুলো বিদ্ধ হয়। তবে হত্যাকারী সেই ফুটবলারকের পুলিশ গ্রেফতার করতে পারেনি।


শেয়ার করুন