ঈদ-উল-আযহা উপলক্ষ্যে

লামা শহরে ১৫শ’৪০ পরিবারে চাউল বিতরণ

Lama Picture, Date- 23 Sep'15লামা প্রতিনিধি :
বান্দরবানের লামা পৌরসভার গরীব ও দুঃস্থ ১৫শ’৪০ পরিবারের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। পবীত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে বুধবার সকালে লামা পৌরসভা প্রাঙ্গনে প্রতি পরিবার ১০ কেজি হারে এ চাউল বিতরণ করা হয়।
সূত্র জানায়, পবীত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে লামা পৌরসভার গরীব ও দুঃস্থদের মাঝে বিতরণের জন্য জেলা প্রশাসকের ত্রাণ শাখা থেকে ১৫ মেট্রিক টন ৪শ’কেজি চাউল বরাদ্দ পাওয়া যায়। প্রাপ্ত বরাদ্দের অনুকুলে প্রতিবারে ১০ কেজি হারে ১৫শ’৪০ পরিবারের মাঝে এ চাউল বিতরণ করা হয়। স্থানীয় সরকার বিভাগ, বান্দরবানের উপ পরিচালক (উপ সচিব) মোহাম্মদ নুরুল্লাহ নুরী এ চাউল বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন। এসময় লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ, লামা পৌরসভা মেয়র মোঃ আমির হোসেন ও পৌর কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন