লামা মতবিনিময় সভায় বান্দরবান জেলা প্রশাসক

lama phota,7 marchএম বশিরুল আলম, লামা :

লামা উপজেলা রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীসমাজ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন সদ্য যোগদানকৃত বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। সোমবার দুপুরে উপজেলা সভাকক্ষে নির্বাহী অফিসার খালেদ মাহমুদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক। মতবিনিময় সভায় প্রধান অতিথি বান্দরবানে নবাগত জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেছেন, কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে জেলা পশাসককে সরকারের সকল বিভাগের কার্যক্রমের সাথে সমন্বয় করতে হয়। প্রসঙ্গক্রমে তিনি বলেন, এলাকার সার্বিক উন্নয়নে কোম্পানীদের কর্মকান্ডে সহযোগিতা করতে হবে। এ ক্ষেত্রে স্থানীয়দের স্বার্থ রক্ষার বিষয়টি প্রাধান্য পাবে। এই এলাকায় পর্যটন শিল্প বিকাশ, অর্থনৈতিক অঞ্চল গড়তে বিনিয়োগকারী কোম্পানীদের ভুমিকা থাকবে। প্রান্তিক জনগোষ্টির কর্মসংস্থান সৃষ্টিতে বিভিন্ন বিনিয়োগকারী কোম্পানীদের প্রয়োজন রয়েছে, একই ভাবে স্থানীয় ও নৃ-গোষ্টির স্বার্থ রক্ষা করতে হবে। কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্বের মাধ্যমে জেলা প্রশাসনের (কালেক্টরিয়েট) বিগত দু’শ্ বছরের ঐতিহ্যগত সেবার কথা উল্লেখ করে তিনি বলেন, সদাশয় সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড জনগণের দরজায় পৌঁছেদিতে প্রশাসনের ভুমিকা গুরুত্বপুর্ন।
মত বিনীময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, লামা উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, বান্দরবান জেলা পরিষদের সদস্য মোস্তফা জামাল, লামা পৌরসভার মেয়র মো: জহিরুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার আশীষ কুমার মহাজন, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, বেসরকারি সংস্থার পক্ষে এনজেড একতা সমিতির নির্বাহী পরিচালক আনোয়ারা বেগম, গণমাধ্যম কর্মীদের পক্ষে লামা প্রেসক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়–য়া ও রিপোর্টার ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।
মত বিনীময় সভা শেষে প্রধান অতিথি প্রতিবন্ধি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি চেক, সমাজ সেবা বিভাগ, যুব উন্নয়ন ও একটি বাড়ি একটি খামার প্রকল্পের, সুদমুক্ত ঋণের চেক বিতরণ করেন। অনুষ্ঠানের ফাঁকে প্রধান অতিথি মহিলা অধিদপ্তরের উদ্যোগে “অধিকার মর্যাদায় নারী-পুরুষ সমানে সমান” প্রতিপাদ্য শ্লোগানে বিশ্ব নারী দিবস উপলক্ষে মানব বন্ধন কর্মসুচীর উদ্বোধন করেন। শেষে জেলা প্রশাসক লামা উপজেলা চত্বরে দু’টি ফলজ বৃক্ষ চারারোপন করেন।


শেয়ার করুন