লামা উপজাতি শিশু মেয়ের চাঞ্চল্যকর মৃত্যুতে

্রুলামা প্রতিনিধি
লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের চিংথোয়াই মার্মা নামের এক দরিদ্র উপজাতি বাসিন্দার ১২ বছরের শিশু মেয়ের মৃত্যুর লোমহর্ষক কাহিনী শুনা যাচ্ছে। ঢাকাস্থ ইন্দোনিশিয়ান দূতাবাসে চাকুরীরত প্রফেসর চথোয়াই উ রাখাইন নামের এক কর্মকর্তার বাসায় কাজ করতেন শিশুটি। গত ১৮ ফেব্রুয়ারি শিশুটি ১২দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে রক্তক্ষরণ জনিতকারণে ডুলহাজারা খৃষ্টান মেমোরিয়াল হাসপাতালে মারাযায়। তার পিতা চিংথোয়াই মার্মা লামা থানা, উপজেলা নির্বাহী অফিসার, মহিলা বিষয়ক কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে এক লিখিত অভিযোগে জানান, নাইক্ষ্যংছড়ি বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মংসুইপ্রু মার্মা এর মাধ্যমে গত এক বছর আগে তার শিশু মেয়েটি (এছাইনু-১২) কে ঢাকায় ইন্দোনিশিয়ান দূতাবাসের কর্মকর্তা, প্রফেসর চথোয়াই উ রাখাইন-এর বাসায় লেখা-পড়া ও লালন-পালনের জন্য দেন। প্রফেসর চথোয়াই উ রাখাইন এর স্ত্রী প্রুমারি রাখাইন ঢাকা কল্যানপুর রেডিও ষ্টেশনের সুপারিন্টটেন্ডেন্ট বলে জানান। কিছুদিন আগে ঢাকা থেকে জানানো হয় তার মেয়ে ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে অসুস্থ্য, তাকে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা করানো হচ্ছে। এর মাস খানেক পর ১লা ফেব্রুয়ারি ওই দূতাবাস কর্মকর্তার গ্রামের বাড়ি কক্সবাজারস্থ রামু উপজেলায় এনে মূমুর্ষাবস্থায় মেয়েটিকে তার বাবার কাছে রেখে যান। এর ক’দিন পর ৭ ফেব্রুয়ারি শিশু মেয়েটিকে ডুলহাজারা খৃষ্টান মেমোরিয়াল হাসপাতালে শিশু ওয়ার্ড ১৭ নং বেডে ভর্তি করান। সেখানে ডা: নেনসি’র চিকিৎসাধিন অবস্থায় ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মেয়েটি মারাযায়। এব্যপারে ডুলহাজারা খৃষ্টান মেমোরিয়াল হাসপাতালের ডাক্তার নেনসি, মোবাইর নং-০১৭২৭৬২৮২৮২ ও ডাক্তার রই-এর কাছে, মোবাইল নং-০১৭১৫১৬২৫২৫-এ জানতে চাইলে তারা জানান, মেয়েটির ইতোপূর্বে গর্ভপাত: করানো হয়। তবে যথাযথভাবে গর্ভপাত: না করায় শিশু মেয়েটির মারাত্বক ইনফেকশন হয় এবং রক্তশুণ্য হয়ে পড়ে। হাসপাতালের ডাক্তাররা আরো বলেন, উপর্যুক্ত কর্তৃপক্ষ চাইলে আমরা এ ব্যপারে “মেয়েটির অকাল গর্ভ ও ত্রুটিপূর্ন গর্ভপাতের কারণে মারাত্বক ইনফেকশন হয়ে মৃত্যুবরণ করার’’ ব্যাখা দিতে পারবো। এব্যপারে নাইক্ষ্যংছড়ির বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা মংসুইপ্রু-এর মোবাইল নং (০১৭৭৫১৯৮৫০০) কথা বললে সে জানান, মেয়েটির ব্লাড ক্যান্সার হয়েছিল বলে প্রফেসর চথোয়াই উ রাখাইন আমাকে জানিয়ে ছিলেন। এদিকে ডাক্তার বলেছেন ত্রুটিপূর্ন গর্ভপাতজনিত: কারণে মারা যায়। এই মুক্তিযোদ্ধা বলেন, নিষ্টুর এ ঘটনার সত্য উৎঘাটন করে বিচারের আওতায় আনা উচিৎ। ঢাকাস্থ ইন্দোনিশিয়া দূতাবাসের কর্মকর্তা প্রফেসর চথোয়াই উ রাখাইন-এর মোবাইল নং-০১৭১৫৪২৪৫৬৯/০১৫৫২৪৬৫৫৮৫ এ একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি। বিষয়টি গত ২২ ফেব্রুয়ারি উপজেলা মাসিক আইন শৃঙ্খলা সভায় উত্থাপিত হলে, সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ নিহত শিশুর পিতাকে প্রয়োজনীয় আইনি সহায়তা করবেন বলে আশ্বস্থ করেন। লামা থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল হোসেন জানান, মেয়েটি ভীকটিমাইজ হয়েছে ঢাকায়, মৃত্য হয়েছে চকরিয়ায়। তার পরেও আমরা আইনি সহায়তা দেব। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।


শেয়ার করুন