লামা ইউপি নির্বাচন, ৯৮ জনের মনোনয়নপত্র জমা

1457526889এম.বশিরুল আলম, লামা:

বান্দরবানের লামা উপজেলার সাত ইউনিয়নের আসন্ন ইউপি নির্বাচনে অংশ নিতে চেয়ারম্যান পদে একজন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭৩জন ও সাধারন সদস্য পদে ২৪ জন প্রার্থী উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নির্বাচন অফিস সূত্র জানায়, মনোনয়নপত্র জমাদানকারী চেয়ারম্যান প্রার্থী হলেন- ফাইতং ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মো. আবু তাহের। এছাড়াও গজালিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে ১জন ও সাধারন সদস্য পদে ৬জন, লামা সদর ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪জন ও সাধারন সদস্য পদে ১০জন, ফাঁসিয়াখালী ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬জন ও সাধারন সদস্য পদে ১৬জন, আজিজনগর ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে ১জন ও সাধারন সদস্য পদে ৭জন, সরই ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭জন ও সাধারন সদস্য পদে ২০জন, রুপসীপাড়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে ২জন ও সাধারন সদস্য পদে ৮জন, ফাইতং ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩জন ও সাধারন সদস্য পদে ৬জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
এ বিষয়ে লামা উপজেলা নির্বাচন অফিসার নববিন্দু নারায়ন চাকমা এক চেয়ারম্যান প্রার্থীসহ ৯৮ জনের মনোনয়নপত্র জমাদানের সত্যতা নিশ্চিত করেন।


শেয়ার করুন