লামায় শিক্ষিকা হত্যার প্রতিবাদে মানববন্ধন

unnamedএম.বশিরুল আলম, লামা :

প্রাথমিক শিক্ষিকা মাইক্যচিং মার্মাকে হত্যার প্রতিবাদ ও খুনী স্বামীর ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে লামা উপজেলার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও স্থানীয় জনসাধারন। শনিবার দুপুর বারটার দিকে উপজেলা পরিষদ সম্মুখ সড়কে এ মানববন্ধন করা হয়। লামামুখ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আবছারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য মো. জহিরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আক্তার উদ্দিন তপন, নুনারবিল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদ সরোয়ার, হলিচাইল্ড পাবলিক স্কুলের নির্বাহী পরিচালক (শিক্ষা) প্রমোদ চন্দ্র বড়ুয়া, আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুকুল প্রমুখ। এতে বক্তারা বলেন, যত দিন খুনিকে ফাঁসি দেয়া না হবে; ততদিন আন্দোলন অব্যাহত থাকবে। মানববন্ধনে উপজেলার তিন শতাধিক প্রাথমিক শিক্ষক শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও স্থানীয় জনসাধারন অংশ গ্রহন করেন।

উল্লেখ্য, গত শুক্রবার দিনগত রাত সাড়ে আটটার দিকে লামা উপজেলার রুপসীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাক্যচিং মার্মাকে (২৪) পারিবারিক কলহের জের ধরে স্বামী থোয়াইচি মং মার্মা দা দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় ঘাতক স্বামীকে আটক করে।


শেয়ার করুন